Country

3 hours ago

Justice Yashwant Varma News: যশবন্ত বর্মার অপসারণ প্রক্রিয়া শুরু, ৩ সদস্যের কমিটি গড়লেন ওম বিড়লা

Lok Sabha speaker Om Birla
Lok Sabha speaker Om Birla

 

নয়াদিল্লি, ১২ আগস্ট : বিচারপতি যশবন্ত বর্মার অপসারণ প্রক্রিয়া শুরু হয়ে গেল। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা মঙ্গলবার বিচারপতি যশবন্ত বর্মার বিরুদ্ধে অভিযোগ তদন্তের জন্য ৩ সদস্যের একটি প্যানেল ঘোষণা করেছেন। তিনি বলেন, "কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি অরবিন্দ কুমার, মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি মনিন্দর মোহন শ্রীবাস্তব এবং কর্ণাটক হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট বিভি আচার্য। কমিটি যত তাড়াতাড়ি সম্ভব নিজস্ব রিপোর্ট জমা দেবে। তদন্ত কমিটির প্রতিবেদন না পাওয়া পর্যন্ত প্রস্তাবটি বিচারাধীন থাকবে।"

You might also like!