Country

3 hours ago

Bijapur Encounter: বিজাপুরে নকশালদের সঙ্গে সংঘর্ষে দুই জওয়ান আহত, অভিযান জারি রয়েছে

Security personnel in Chhattisgarh
Security personnel in Chhattisgarh

 

বিজাপুর, ১২ আগস্ট : ছত্তিশগড়ের বিজাপুর জেলায় নকশালদের সঙ্গে গুলির লড়াইয়ে আহত হয়েছেন দু'জন ডিআরজি জওয়ান। ওই দুই জওয়ান আপাতত বিপদমুক্ত। বিজাপুর পুলিশ জানিয়েছে, "নকশালদের সঙ্গে সংঘর্ষে দু'জন ডিআরজি জওয়ান আহত হয়েছেন এবং বর্তমানে তাঁরা বিপদমুক্ত। গতকাল ডিআরজি জওয়ানরা গঙ্গালোর এলাকায় নকশাল বিরোধী অভিযানে গিয়েছিল। মঙ্গলবারও নিরাপত্তা বাহিনী এবং নকশালদের মধ্যে মাঝেমধ্যে সংঘর্ষ চলছে। আহত জওয়ানদের প্রাথমিক চিকিৎসার পর উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রায়পুরে পাঠানো হয়েছে। অভিযানে অনেক নকশাল আহত হওয়ার সম্ভাবনা রয়েছে।"

You might also like!