International

1 day ago

Trump India tariff:ট্রাম্পের শুল্কনীতিতে ফের ধাক্কা! ভারতীয় পণ্যে আরও ২৫% কর বসাল আমেরিকা

Trump trade policy 2025
Trump trade policy 2025

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক :আগেই ছিল সতর্কবার্তা। এবার তা কার্যকর করলেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার তিনি ঘোষণা করেন, ভারতের উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক বসানো হচ্ছে। এর ফলে মোট ৫০ শতাংশ শুল্কের বোঝা চাপবে ভারতীয় পণ্যের উপর। ট্রাম্পের অভিযোগ, ভারত এখনো রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেনি। সেই কারণেই এই বাড়তি কর চাপানো হয়েছে বলে জানিয়েছেন তিনি। ফলে আমেরিকায় ভারতীয় পণ্য রফতানিতে বড় ধাক্কা লাগতে পারে বলে আশঙ্কা।

মঙ্গলবারই মার্কিন প্রেসিডেন্ট হুংকার দিয়েছিলেন, “বাণিজ্যের জন্য ভারত ভালো সঙ্গী নয়। তারা আমাদের সঙ্গে যথেষ্ট বাণিজ্য করে। কিন্তু আমরা তাদের সঙ্গে বাণিজ্য করি না। তাই ভারতের উপর আমরা ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছিলাম। কিন্তু আগামী ২৪ ঘন্টার মধ্যে তা বৃদ্ধি করা হবে। কারণ, ভারত রাশিয়া থেকে তেল কিনছে এবং তারা ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রাশিয়াকে সাহায্য করছে।” ট্রাম্পের মতে, ইউক্রেনের মৃত্যুমিছিলে রুশ ‘বন্ধু’ ভারতের কিছু এসে যায় না। এই কারণেই আমেরিকা ভারতের উপর আরও চড়া হারে শুল্ক আরোপ করবে। 

উল্লেখ্য, গত সপ্তাহেই নিজস্ব সোশাল মিডিয়ায় ট্রাম্প জানিয়েছিলেন, ‘মনে রাখতে হবে, ভারত আমাদের বন্ধু হলেও আমাদের দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য খুবই কম। তার কারণ ওদের শুল্ক হার খুব বেশি। তাছাড়াও, ওদের যুদ্ধাস্ত্রের অনেকটাই রাশিয়া থেকে কেনা। রুশ শক্তি সম্পদের সবচেয়ে বড় ক্রেতা ভারত এবং চিন। বিশেষত সেই সময়ে, যখন সকলে বলছি রাশিয়ার উচিৎ ইউক্রেনে গণহত্যা বন্ধ হোক। তাই ভারত এবার ২৫ শতাংশ শুল্ক দেবে। আলাদা করে রাশিয়া থেকে তেল এবং অস্ত্র কেনার শাস্তিও পেতে হবে ভারতকে। ১ আগস্ট থেকে নতুন শুল্কহার কার্যকর হবে।’

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই আমেরিকার সঙ্গে বাণিজ্য়চুক্তি করতে চেয়ে আলোচনা চালাচ্ছে ভারত। কিন্তু তা এখনও ফলপ্রসূ হয়নি। কিন্তু ‘শত্রু’ চিন এবং পাকিস্তানের সঙ্গে আমেরিকা বাণিজ্যচুক্তি করে ফেলেছে। তার ফলে বর্তমানে চিনা পণ্যের উপর ৩০ শতাংশ এবং পাকিস্তানি পণ্যের উপর ১৯ শতাংশ কর বসায় আমেরিকা। কিন্তু এই দুই দেশের থেকে অনেক বেশি পরিমাণে কর গুণতে হবে ভার‍তকে।


You might also like!