নয়াদিল্লি, ১২ আগস্ট: “যাঁদের আপত্তি তাঁরা কোথায়? তাঁদের তালিকা দিন”! জীবিত ভোটারদের মৃত বলে দেখানোর অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার এ কথা বলল সুপ্রিম কোর্ট। গত সপ্তাহেই সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়েছে নির্বাচন কমিশন। সেখানে তারা জানিয়েছে, নোটিস না-দিয়ে কোনও ভোটারের নাম বাদ দেওয়া হবে না বিহারে। কী কারণে ওই নাম বাদ দেওয়া হচ্ছে, তা জানানো হবে বলেও হলফনামায় উল্লেখ করেছে তারা।
আইনজীবী সিব্বল আদালতে জানান, “অনেক সময় কমিশন যে সব তথ্য চাইছে, আমার কাছে সেই সব তথ্য নেই। তখন কী ভাবে আবেদন গ্রহণ হবে?” কমিশনের আইনজীবী জানান, এটি একটি খসড়া তালিকা। তিনি বলেন, “আমরা নোটিস দিয়েছে। কারও কোনও আপত্তি থাকলে জানাবেন। কিছু ত্রুটি সেখানে থাকতে পারে। আপত্তি জানিয়ে আবেদন করলে কমিশন ঠিক করে দেবে। কোনও ব্যক্তি জীবিত বা মৃত হলে তা নিয়ে আপত্তি জানাতে হবে। কমিশন সেই অনুযায়ী পদক্ষেপ করবে।”