Game

3 hours ago

Jorge Costa death: প্রয়াত চ্যাম্পিয়নস লিগ জয়ী অধিনায়ক পর্তুগিজ কিংবদন্তি কোস্তা

Jorge Costa
Jorge Costa

 

লিসবন, ৬ আগস্ট  : ২০০৪ সালে পোর্তোর চ্যাম্পিয়নস লিগ জয়ী দলের অধিনায়ক পর্তুগিজ কিংবদন্তি কোস্তা প্রয়াত হলেন। মঙ্গলবার মাঠেই হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি প্রয়াত হলেন। মৃত্যুর সময় তিনি ছিলেন এফসি পোর্তোর ডিরেক্টর অফ ফুটবল পদে। পোর্তো সূত্রে জানানো হয়েছে, ওলিভালে ট্রেনিং সেন্টারে অসুস্থ হয়ে পড়েন কোস্তা। তিনি ২০১৮ থেকে ২০২০ পর্যন্ত আইএসএলে মুম্বই সিটি এফসি-র কোচও ছিলেন। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করছে আইএসএল এবং মুম্বই সিটি-ও। শোকবার্তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো লিখেছেন, 'বিদায় জর্জে কোস্তা'।

কোস্তা পোর্তোর হয়ে ৮ বার ঘরোয়া লিগ-সহ মোট ২৪টি ট্রফি জেতেন। যার মধ্যে জিতেছেন একটি করে চ্যাম্পিয়নস লিগ, উয়েফা কাপ এবং ইন্টার কন্টিনেন্টাল কাপ। পাশাপাশি দেশের জার্সিতে অনূর্ধ্ব ২০ বিশ্বকাপ জেতেন এই ডিফেন্ডার, সিনিয়র দলের হয়ে খেলেছেন পঞ্চাশটি ম্যাচ। দীর্ঘদিন কোস্তা ছিলেন পর্তুগালের অধিনায়ক। অবসর নেওয়ার পর কোচিংয়ে আসেন কোস্তা। পর্তুগালের ব্রাগা, রোমানিয়ার সিআরএফের মতো ক্লাবের হয়ে কোচিং করেছেন তিনি। তাঁর প্রাক্তন ছাত্রের মৃত্যুতে শোকপ্রকাশ করে মোরিনহো বলেছেন, “কোস্তা শুধু ক্যাপ্টেন নয়, ছিল প্রকৃত নেতাও।"

You might also like!