Country

2 hours ago

Cloudburst In Uttarakhand: উত্তরাখণ্ডের চামোলি ও রুদ্রপ্রয়াগে মেঘভাঙা বৃষ্টি

Cloudbursts in Uttarakhand's Chamoli and Rudraprayag
Cloudbursts in Uttarakhand's Chamoli and Rudraprayag

 

রুদ্রপ্রয়াগ, ২৯ আগস্ট: ফের উত্তরাখণ্ডে মেঘভাঙা বৃষ্টি। শুক্রবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন, চামোলি ও রুদ্রপ্রয়াগ দু’টি জেলাতেই মেঘভাঙা বৃষ্টি হয়েছে। জানা গেছে, বৃষ্টির ফলে ওই দু’টি জেলার একাধিক জায়গা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, ধ্বংসস্তূপের তলায় অনেকজন আটকে থাকতে পারে। তবে দ্রুততার সঙ্গে বিপর্যয় মোকাবিলা দফতর উদ্ধারকাজ চালাচ্ছে বলে জানা যাচ্ছে।

You might also like!