নয়াদিল্লি, ১৮ আগস্ট : উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে সি পি রাধাকৃষণের নাম ঘোষণা করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। তবে, এই বিষয়ে কিছু বলতে নারাজ উদ্ধব ঠাকরে শিবিরের সাংসদ সঞ্জয় রাউত।
সোমবার সঞ্জয় রাউত বলেছেন, সি পি রাধাকৃষ্ণণ অবশ্যই মহারাষ্ট্রের রাজ্যপাল, একজন অত্যন্ত ভারসাম্যপূর্ণ ব্যক্তিত্ব। মহারাষ্ট্রের রাজ্যপাল যদি উপরাষ্ট্রপতি হন, তাহলে আমরা খুশি হব, তবে একটি নির্বাচন হবে। ইন্ডি জোট একটি সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্ত কী হবে তা আমি বলতে পারছি না। তবে আজ আমরা এটি নিয়ে আলোচনা করব এবং সিদ্ধান্ত নেব। উপরাষ্ট্রপতি পদের চেয়েও গুরুতর একটি বিষয় দেশে রয়েছে, ভোট চুরির বিষয়টি এবং আমরা এটি থেকে মনোযোগ সরাতে চাই না।"