Video

3 hours ago

Bakreshwar Dham | লক্ষাধিক শিব ভক্তের ভিড়ে জমজমাট বীরভূমের বক্রেশ্বর ধাম

 

শ্রাবণ মাসের তিনটি সোমবারকে ছাপিয়ে গিয়ে চতুর্থ সোমবার অর্থাৎ আজ শেষ সোমবারের দিন জনজোয়ার বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত বক্রেশ্বর সতী পিঠে। আজ রাত দেড়টায় বক্কেশ্বর শিব মন্দিরের দরজা খুলে দেওয়া হয়েছে শিব ভক্তদের জন্য। সেবাইত কমিটির সূত্রে প্রকাশ প্রায় লক্ষাধিক শিব ভক্ত আজ বক্কেশ্বর এ ভিড় জমিয়েছেন। স্বভাবতই বক্কেশ্বর শিব ধাম আজ মিলন মেলা রূপ নিয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও ভক্তদের কথা মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা আটোসাটো করা হয়েছে বক্রেশ্বর মন্দির কে কেন্দ্র করে।

You might also like!