নয়াদিল্লি, ১৮ আগস্ট : দিল্লি পৌঁছে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করলেন মহারাষ্ট্রের রাজ্যপাল তথা এনডিএ-র উপরাষ্ট্রপতি পদপ্রার্থী সি পি রাধাকৃষ্ণন। তাঁরা কথা বলেন বেশ কিছুক্ষণ। সেই ছবি প্রধানমন্ত্রী নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন।
লিখেছেন, থিরু সি পি রাধাকৃষ্ণনজির সঙ্গে সাক্ষাৎ হয়েছে। এনডিএ-র উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার জন্য তাঁকে আমার শুভেচ্ছা জানাই। তাঁর দীর্ঘদিনের জনসেবা এবং বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞতা আমাদের দেশকে সমৃদ্ধ করবে। তিনি সর্বদা যে নিষ্ঠা এবং দৃঢ়তার সঙ্গে দেশের সেবা করে চলেছেন, সেভাবেই দেশের সেবা করুন।