West Bengal

1 hour ago

Madhyamgram News: মধ্যমগ্রামে হাইস্কুলের সামনে বিস্ফোরণ; মৃত্যু একজনের, ছড়ালো চাঞ্চল্য

Police inspect the accident site in front of Madhyamgram High School
Police inspect the accident site in front of Madhyamgram High School

 

বারাসত, ১৮ আগস্ট : উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে হাইস্কুলের গেটের সামনে বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার রাত দুটো নাগাদ এই বিস্ফোরণ হয়। বিস্ফোরণে মৃত্যু হয়েছে একজনের। পুলিশ সূত্রের খবর, মধ্যরাতে এক ব্যক্তি বয়েজ স্কুলের সামনে ব্রিজের নীচে বসেছিলেন। আর ঠিক তখনই বিস্ফোরণ ঘটে। শব্দ শুনে কয়েকজন স্থানীয় বাসিন্দা ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মধ্যমগ্রাম থানার পুলিশও। ওই ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় বারাসত হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁর মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে একটি ব্যাগ উদ্ধার হয়েছে। মৃত ব্যক্তির নাম সচিদানন্দ মিশ্র (২৫)। তিনি উত্তর প্রদেশের বাসিন্দা।

রবিবার রাত ২টো নাগাদ মধ্যমগ্রাম হাইস্কুলের গেটের সামনে জলকল্যাণ মাঠের উল্টো দিকে রবীন্দ্রমুক্ত মঞ্চের একটি বেঞ্চে বসেছিলেন সচিদানন্দ। জানা গিয়েছে, তাঁর ব্যাগেই বোমা ছিল। বোমাটি হাতে ফাটার পরেই তিনি গুরুতর জখম হন। তাঁর দুটো হাত ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লাগে। পুলিশ ঘটনাস্থল থেকে যে ব্যাগ উদ্ধার করেছেন তাতে মোবাইলের চার্জার, ইলেকট্রনিকস গেজেট ও জামাকাপড় পাওয়া গিয়েছে। রাতেই ঘটনাস্থলে আসেন মধ্যমগ্রাম থানার পুলিশের পাশাপাশি বারাসতের এসডিপিও বিদ্যাগর অজিঙ্কা অনন্তও। পাশাপাশি সেখানে পৌঁছান বারাসত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

You might also like!