Breaking News
 
JU Bratya Basu Attack: যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার ছক স্পেন থেকে-দিল্লি বিমানবন্দরে গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী হিন্দোল মজুমদার! "Detention To Continue": বাংলাদেশি সন্দেহে ধরপাকড় চলবেই, অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলনা মহামান্য সুপ্রিম কোর্ট! Kanyasree Divas: কন্যাশ্রী দিবসে সাফল্যের খতিয়ান মুখ্যমন্ত্রীর, বিশ্বের ৫৫২ প্রকল্পের মধ্যে সেরা পশ্চিমবঙ্গের কন্যাশ্রী! Karachi aerial firing: স্বাধীনতা দিবসের আনন্দে শূন্যে গুলি, করাচিতে শিশুসহ তিনজনের মৃত্যু, আহত ৬৪! Bengal Metro Expansion: একসঙ্গে তিন মেট্রো প্রকল্পের উদ্বোধন, কলকাতায় মোদি সফরের দিনক্ষণ চূড়ান্ত! Kolkata Metro: নোয়াপাড়া-বারাসত মেট্রোর পথে বড় পদক্ষেপ, শুরু হচ্ছে সয়েল টেস্টিং – আশার আলো উত্তর শহরতলিতে!

 

Technology

1 hour ago

Infinix Hot 60i 5G:"সাশ্রয়ী Infinix Hot 60i 5G ফোনে থাকবে Mediatek Dimensity 6400 চিপসেট"

Infinix Hot 60i 5G specs
Infinix Hot 60i 5G specs

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক :Infinix Hot 60i 5G আগামী ১৬ আগস্ট, অর্থাৎ স্বাধীনতা দিবসের ঠিক পরদিনই ভারতে লঞ্চ হতে চলেছে। ইতিমধ্যেই ফোনটির জন্য ফ্লিপকার্টে একটি মাইক্রোসাইট তৈরি করেছে। এই মাইক্রোসাইট থেকে ডিভাইসটির মুখ্য স্পেসিফিকেশন সামনে আনা হয়েছে। এছাড়া সম্প্রতি গুগল প্লে কনসোলে X6730 মডেল নম্বর সহ Infinix Hot 60i 5G ফোনটিকে দেখা গিয়েছে। আজ আবার ফ্লিপকার্টের মাইক্রোসাইট থেকে জানা গেছে এতে MediaTek Dimensity 6400 প্রসেসর ব্যবহার করা হবে। আসুন স্মার্টফোনটি সম্পর্কে আর কি কি তথ্য প্রকাশ্যে এসেছে জেনে নেওয়া যাক।

Infinix Hot 60i 5G এর স্পেসিফিকেশন ও ফিচার
ডিসপ্লে-Infinix Hot 60i 5G ফোনের সামনে দেখা যাবে ৬.৭৫ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। 

 ব্যাটারি-পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। সংস্থার দাবি, এই ব্যাটারি ১২৮ ঘণ্টা পর্যন্ত গান শুনতে, ৪১ ঘণ্টা টকটাইম দেবে বলে দাবি করা হয়েছে। এতে ওয়্যার্ড রিভার্স চার্জিংয়ের সুবিধা থাকবে। ধুলো ও জল থেকে সুরক্ষা দিতে এতে IP64 রেটিং পাওয়া যাবে।

ক্যামেরা-ফটোগ্রাফির জন্য, ইনফিনিক্স হট ৬০আই ৫জি স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা দেওয়া হবে। এতে ১০টিরও বেশি ক্যামেরা মোড, এআইজিসি পোর্ট্রেট এবং সুপার নাইট মোড সাপোর্ট করবে। 
Infinix Hot 60i 5G এর ডিজাইন-
ডিজাইনের কথা বললে, Infinix Hot 60i 5G ফোনে ম্যাট ফিনিশ ব্যাক প্যানেল দেখা যাবে, যেখানে আয়তাকার ক্যামেরা মডিউল থাকবে। বাম দিকে দুইটি ক্যামেরা সেন্সর, আর ডান দিকে একটি LED লাইট স্ট্রিপ দেওয়া হবে।

ডিভাইসটির মুখ্য ফিচারের মধ্যে থাকবে Walkie-Talkie কানেক্টিভিটি, যা শুধুমাত্র ইনফিনিক্স-টু-ইনফিনিক্স ডিভাইসের মধ্যে কাজ করবে। এই ফিচারের কারণে সিম বা নেটওয়ার্ক ছাড়াই কল করা যাবে।

You might also like!