Technology

2 hours ago

Infinix GT 30 5G:Infinix GT 30 5G+ আজ ভারতের বাজারে, বাজেট রেঞ্জে মিলবে গেমিং ও AI সুবিধা

Infinix new phone 2025
Infinix new phone 2025

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক :আজ ৮ আগস্ট দুপুর ১২টায় ভারতে লঞ্চ হতে চলেছে Infinix GT 30 5G+। এটি জুন মাসে বাজারে আসা GT 30 Pro 5G এর ডাউন গ্রেড মডেল হবে। কোম্পানির তরফে ইতিমধ্যেই এই ফোনের ডিজাইন সহ স্পেসিফিকেশন সামনে আনা হয়েছে। যার ভিত্তিতে বলা যায়, Infinix GT 30 5G+ মূলত গেমিং ও পারফরম্যান্স-ভিত্তিক ক্রেতাদের টার্গেট করবে। ইতিমধ্যেই Flipkart এই স্মার্টফোনের জন্য একটি ডেডিকেটেড মাইক্রোসাইট তৈরি করেছে এবং সেখান থেকে বিভিন্ন ফিচার প্রকাশ করা হচ্ছে।

Infinix GT 30 5G+ এর দাম ও উপলভ্যতা (সম্ভাব্য)

লঞ্চের তারিখ ঘোষণা করা হলেও, GT 30 5G+ মডেলের দাম এখনও প্রকাশ করা হয়নি। তবে বলার অপেক্ষা রাখে না যে, ফোনটি GT 30 Pro 5G-এর তুলনায় সস্তা হবে। উল্লেখ্য প্রো মডেলটির প্রারম্ভিক মূল্য ধার্য করা হয়েছিল ২৪,৯৯৯ টাকা। ফলে GT 30 5G+-এর দাম হয়তো ২০,০০০ টাকার কম থাকবে। লঞ্চের পর এটি Flipkart থেকে কেনা যাবে।

চলুন জেনে নেওয়া যাক Infinix GT 30 5G+ এর ফিচার ও স্পেসিফিকেশন (সম্ভাব্য)

ডিসপ্লে-এই স্মার্টফোনের সামনে দেখা যাবে ১.৫কে রেজোলিউশন ও ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের ১০ বিট অ্যামোলেড স্ক্রিন, যার সর্বোচ্চ ব্রাইটনেস ৪৫০০ নিটস। এই ডিসপ্লের সুরক্ষার জন্য দেওয়া হবে কর্নিং গরিলা গ্লাস ৭আই প্রোটেকশন।

স্টোরেজ-পারফরম্যান্সের জন্য Infinix GT 30 5G+ ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ চিপসেট ব্যবহার করা হবে। ডিভাইসটি ১৬ জিবি পর্যন্ত LPDDR5X র‌্যাম (ভার্চুয়াল র‌্যাম সহ) এবং ২৫৬ জিবি স্টোরেজ সহ আসবে। এতে BGMI গেমের ৯০fps মোড সাপোর্ট করবে।

ক্যামেরা ও AI ফিচার-ফটোগ্রাফির জন্য এই হ্যান্ডসেটে ডুয়াল ক্যামেরা সেটআপ থাকবে। এই ক্যামেরাগুলি হবে ৬৪ মেগাপিক্সেল Sony IMX882 সেন্সর ও ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। উভয় ক্যামেরা দিয়েই ৪কে ভিডিও রেকর্ড করা যাবে।

Infinix GT 30 5G+ একাধিক AI ফিচার সহ আসবে বলে জানা গেছে, এর মধ্যে থাকবে এআই কল অ্যাসিস্ট্যান্ট, এআই রাইটিং অ্যাসিস্ট্যান্ট, ফোলাক্স ভয়েস অ্যাসিস্ট্যান্ট ও গুগলের সার্কেল টু সার্চ।

ইনফিনিক্স জিটি ৩০ ৫জি প্লাস মডেলে সাইবার মেছা ২.০ ডিজাইন ও কাস্টোমাইজযোগ্য মেকা লাইট দেখা যাবে। এই লাইটগুলি বিভিন্ন প্যাটার্নে (ব্রিথ, মিটিওর, রিদম ইত্যাদি) জ্বলতে থাকবে। এর সাথে এই ফোনে পাওয়া যাবে কাস্টোমাইজযোগ্য শোল্ডার ট্রিগার, যা ক্যামেরা বা অ্যাপের শর্টকাট হিসেবেও ব্যবহার করা যাবে।


You might also like!