Breaking News
 
JU Bratya Basu Attack: যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার ছক স্পেন থেকে-দিল্লি বিমানবন্দরে গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী হিন্দোল মজুমদার! "Detention To Continue": বাংলাদেশি সন্দেহে ধরপাকড় চলবেই, অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলনা মহামান্য সুপ্রিম কোর্ট! Kanyasree Divas: কন্যাশ্রী দিবসে সাফল্যের খতিয়ান মুখ্যমন্ত্রীর, বিশ্বের ৫৫২ প্রকল্পের মধ্যে সেরা পশ্চিমবঙ্গের কন্যাশ্রী! Karachi aerial firing: স্বাধীনতা দিবসের আনন্দে শূন্যে গুলি, করাচিতে শিশুসহ তিনজনের মৃত্যু, আহত ৬৪! Bengal Metro Expansion: একসঙ্গে তিন মেট্রো প্রকল্পের উদ্বোধন, কলকাতায় মোদি সফরের দিনক্ষণ চূড়ান্ত! Kolkata Metro: নোয়াপাড়া-বারাসত মেট্রোর পথে বড় পদক্ষেপ, শুরু হচ্ছে সয়েল টেস্টিং – আশার আলো উত্তর শহরতলিতে!

 

kolkata

2 hours ago

Bengal Metro Expansion: একসঙ্গে তিন মেট্রো প্রকল্পের উদ্বোধন, কলকাতায় মোদি সফরের দিনক্ষণ চূড়ান্ত!

PM Modi To Inaugurate 3 New Metro Routes On August 22
PM Modi To Inaugurate 3 New Metro Routes On August 22

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে আগামী ২২ আগস্ট পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, এবং তাঁর হাত ধরেই একসঙ্গে চালু হতে চলেছে তিনটি গুরুত্বপূর্ণ মেট্রো প্রকল্প। মঙ্গলবার রাতে মেট্রো রেলের তরফে এই সফর ঘিরে সব সংশ্লিষ্ট দফতরকে নিরাপত্তা এবং প্রস্তুতির নির্দেশ পাঠানো হয়েছে। 

উল্লেখযোগ্যভাবে, ওই দিন প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন —

১। নোয়াপাড়া থেকে জয়হিন্দ এয়ারপোর্ট পর্যন্ত মেট্রো রুট (গোল্ড লাইন)

২। হেমন্ত মুখোপাধ্যায় (রুবি) থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো (গ্রিন লাইন, নিউ গড়িয়া-বিমানবন্দর করিডর)

৩। শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোর গুরুত্বপূর্ণ অংশ

এর পাশাপাশি, ওই দিন কলকাতায় তাঁর একটি রাজনৈতিক সভা করারও কথা রয়েছে বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে। 

নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো করিডরের (ভায়া রাজারহাট) রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত অংশ দীর্ঘদিন ধরে তৈরি হয়ে পড়ে রয়েছে। সিআরএস অনুমোদনও হয়ে গিয়েছিল। অথচ চালু হচ্ছিল না। এবার সেই অংশও চালু হবে। হেমন্ত মুখোপাধ্যায় (রুবি) থেকে বেলেঘাটা পর্যন্ত মোট মেট্রো স্টেশনের সংখ্যা পাঁচটি  (রুবি ও বেলেঘাটাকে ধরে)। রুবি ছাড়লেই প্রথম মেট্রো স্টেশন হল ভিআইপি বাজার। তারপর আসবে ঋত্বিক ঘটক, তারপর বরুণ সেনগুপ্ত যা সায়েন্স সিটি এলাকায় অবস্থিত। সায়েন্স সিটির পরই আসবে বেলেঘাটা মেট্রো স্টেশন। এদিকে নিউ গড়িয়া থেকে রুবি রুটের মধ্যে পাঁচটি স্টেশন রয়েছে। সেগুলি হল – কবি সুভাষ  (নিউ গড়িয়া), সত্যজিৎ রায় (এসআরএফটিআই সংলগ্ন এলাকা), জ্যোতিরিন্দ্র নন্দী (অজয়নগর এলাকা), কবি সুকান্ত (কালিকাপুর) এবং হেমন্ত মুখোপাধ্যায় (রুবি)। নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত রুটটি চালু হয়ে গেলে এই লাইনেও যাত্রীসংখ‌্যা অনেকটাই বাড়বে বলে মনে করা হচ্ছে।এদিকে ইস্ট-ওয়েস্ট মেট্রোর  এসপ্ল‌্যানেড-শিয়ালদহ অংশে পরিষেবা শুরু করা হবে। এই অংশ পরিষেবা শুরু হলে মেট্রো পথে জুড়ে যাবে সল্টলেক-হাওড়া। সবকিছু ঠিকঠাক থাকলে এই তিনটি রুট একসঙ্গে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো প্রকল্পের রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত অংশ বহুদিন ধরে প্রস্তুত হয়েও বন্ধ  ছিল। প্রয়োজনীয় সেফটি ক্লিয়ারেন্স (CRS অনুমোদন) আগেই মিলেছিল, তবে পরিষেবা শুরু হয়নি দীর্ঘদিন। এবার প্রধানমন্ত্রী মোদির হাত ধরে সেই জট কাটছে। ইস্ট-ওয়েস্ট মেট্রোর অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ রুট চালু হওয়ায় সল্টলেক থেকে হাওড়া পর্যন্ত মেট্রো পথে যাতায়াত আরও গতিশীল  হবে। এই পরিষেবা শুরু হলে, হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত পুরো রুট কার্যত কার্যকর হবে। মেট্রো প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি কলকাতায় একটি জনসভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রী মোদির। লোকসভা ভোটের আগে তাঁর এই সফরকে রাজনৈতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন  রাজনৈতিক বিশ্লেষকরা। রাজ্যে বিজেপি-তৃণমূলের টানাপোড়েনের মাঝে কেন্দ্রীয় প্রকল্প উদ্বোধনকে ঘিরে ময়দান গরম হতে পারে বলে ধারণা। 

প্রসঙ্গত উল্লেখ্য, এই তিনটি মেট্রো প্রকল্প চালু হলে কলকাতা ও আশপাশের বাসিন্দাদের জন্য যাতায়াতের সুবিধা বহু গুণ বেড়ে যাবে। সঙ্গে নির্বাচনের মুখে প্রধানমন্ত্রী মোদির এই সফর একাধিক রাজনৈতিক বার্তাও বহন করছে। ২২ আগস্ট তাই রাজ্যের রাজনৈতিক এবং পরিকাঠামোগত ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ মোড় ঘোরাতে চলেছে।


You might also like!