শ্রীনগর, ১৪ আগস্ট : জম্মু ও কাশ্মীরের কিশতওয়ারে মেঘভাঙা বৃষ্টিতে প্রাণহানির ঘটনায় দুঃখপ্রকাশ করলেন ন্যাশনাল কনফারেন্সের প্রধান ফারুক আব্দুল্লাহ। উদ্বেগ প্রকাশ করে তিনি বলেছেন, আমাদের পাহাড়ি এলাকায় মেঘভাঙা বৃষ্টি নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার ফারুক আব্দুল্লাহ বলেছেন, "এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। আমাদের পাহাড়ি এলাকায় মেঘভাঙা বৃষ্টি নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আপনারা উত্তরাখণ্ডে এমনটা দেখেছেন, সেখানেও ক্ষয়ক্ষতি দেখেছেন। গত বছর রামবানে এটা ঘটেছিল। এবার মাচাইল মাতা যাত্রার পথেও এটা ঘটল। লক্ষ লক্ষ মানুষ এই যাত্রায় যোগদান করেন, আমরা আশা করি আইএএফ হেলিকপ্টার সেখানে গিয়ে আহতদের উদ্ধার করতে পারবে। গ্রাম এবং মন্দির এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, উদ্ধার অভিযান চলছে, আমরা আশা করি মৃতের সংখ্যা খুব বেশি হবে না।"
কিশতওয়ারের চাশোটি এলাকায় মেঘভাঙা বৃষ্টি ও হড়পা বানের বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে ফারুক আব্দুল্লাহ আরও বলেন, "আমি প্রধানমন্ত্রীকে বিশ্ব উষ্ণায়নের বিষয়টিকে খুবই গুরুত্ব সহকারে নেওয়ার আবেদন জানাতে চাই। পাহাড়ি অঞ্চলে এটি নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে উঠেছে। এর থেকে পরিত্রাণ পেতে কোনও না কোনও পদ্ধতির সন্ধান করতে হবে। তাই, এই দুঃখের মুহূর্তে কীভাবে এর প্রতিকার করা যায় তা নিয়ে ভাবার জন্য আমি তাঁকে আবেদন করছি।"