Country

2 hours ago

Yogi Adityanath: যোগী জমানায় নতুন উত্তরপ্রদেশ, বিনিয়োগে নজিরবিহীন সাড়া!

CM Yogi Launches New Township Project
CM Yogi Launches New Township Project

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দৃঢ় নেতৃত্বে শিল্পায়ন ও বিনিয়োগের ক্ষেত্রে উত্তরপ্রদেশ আজ এক উজ্জ্বল উদাহরণ। ২০১৭ সালের আগে যেখানে রাজ্যের অবস্থা ছিল হতাশাজনক, সেখানে গত আট বছরে劇পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে গিয়েছে। বর্তমানে উত্তরপ্রদেশ আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে প্রথম পছন্দের গন্তব্যে পরিণত হয়েছে, যার ফলে রাজ্যে প্রবাহিত হচ্ছে হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ।

২০০০ থেকে ২০১৭ সাল পর্যন্ত উত্তরপ্রদেশে সর্বমোট ৩০০০ কোটি টাকার বিদেশি বিনিয়োগ (FDI) এসেছিল। ২০১৬-১৭ সালে তা কমে দাঁড়ায় মাত্র ৫০ কোটিতে। এর প্রধান কারণ ছিল রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি ও মাফিয়াদের অত্যাধিক বাড়বাড়ন্ত। এমনকী শিল্পনীতিতে স্বচ্ছতার অভাবও ছিল। বিনিয়োগের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো ছিল না।

যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর অবস্থা পালটায়। উত্তরপ্রদেশ সরকার সফলভাবে ২০১৮ সালের ‘ইউপি ইনভেস্টরস সামিট’ এবং ২০২৩ সালের ‘গ্লোবাল ইনভেস্টরস সামিট’ আয়োজন করে। প্রথমটি থেকে ৪.২৮ লাখ কোটি এবং দ্বিতীয়টি থেকে ৩৩.৫০ লাখ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব উঠে আসে। এই প্রস্তাবগুলোকে বাস্তবে রূপ দিতে এ পর্যন্ত চারটি ‘গ্রাউন্ড ব্রেকিং সেরেমনি’ (GBC) অনুষ্ঠিত হয়েছে। পঞ্চম GBC এই বছরের নভেম্বরে হওয়ার কথা।

এই চারটি GBC-এর মাধ্যমে ষোলো হাজারেরও বেশি প্রকল্পের কাজ শুরু হয়েছে। আট হাজার প্রকল্প ইতিমধ্যেই রাজ্যে চালু হয়ে গেছে। বাকিগুলোর কাজ চলছে।

ভিভো, টাটা, আদানি, পেপসিকো, হলদিরাম এবং IKEA-এর মতো বিশ্বখ্যাত কোম্পানিগুলো উত্তরপ্রদেশে বিপুল পরিমাণে বিনিয়োগ করেছে।

এই বিশাল বিনিয়োগের ফলে রাজ্যে লক্ষাধিক নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে। এই বিনিয়োগে উত্তরপ্রদেশের সামগ্রিক আর্থ-সামাজিক অবস্থার ব্যাপক পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে।

You might also like!