Breaking News
 
JU Bratya Basu Attack: যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার ছক স্পেন থেকে-দিল্লি বিমানবন্দরে গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী হিন্দোল মজুমদার! "Detention To Continue": বাংলাদেশি সন্দেহে ধরপাকড় চলবেই, অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলনা মহামান্য সুপ্রিম কোর্ট! Kanyasree Divas: কন্যাশ্রী দিবসে সাফল্যের খতিয়ান মুখ্যমন্ত্রীর, বিশ্বের ৫৫২ প্রকল্পের মধ্যে সেরা পশ্চিমবঙ্গের কন্যাশ্রী! Karachi aerial firing: স্বাধীনতা দিবসের আনন্দে শূন্যে গুলি, করাচিতে শিশুসহ তিনজনের মৃত্যু, আহত ৬৪! Bengal Metro Expansion: একসঙ্গে তিন মেট্রো প্রকল্পের উদ্বোধন, কলকাতায় মোদি সফরের দিনক্ষণ চূড়ান্ত! Kolkata Metro: নোয়াপাড়া-বারাসত মেট্রোর পথে বড় পদক্ষেপ, শুরু হচ্ছে সয়েল টেস্টিং – আশার আলো উত্তর শহরতলিতে!

 

Life Style News

2 months ago

White Sneakers cleaning tips: সাদা স্নিকার্স কিনতে ভয়? নিয়মিত যত্নেই ফিরবে নতুনের ঔজ্জ্বল্য, রইল নিয়মিত পরিচর্যার টিপস!

White Sneakers cleaning tips
White Sneakers cleaning tips

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সাদা স্নিকার্স—শুধু আরামদায়ক বা স্পোর্টি লুকের জন্যই নয়, ফ্যাশনের দুনিয়ায় এখন এক অনন্য স্টেটমেন্ট। জিনস, জগার্স, স্কার্ট, এমনকি শাড়ির সঙ্গেও দিব্যি মানিয়ে যায় এই জুতো। দিনের বেলায় কফি আউটিং হোক বা বন্ধুবান্ধবের সঙ্গে রাতের আড্ডা, সাদা স্নিকার্সে সহজেই যোগ করা যায় স্মার্টনেসের ছোঁয়া। তবে যতই কেতাদুরস্ত হোক, সাদা স্নিকার্স কেনার সময় অনেকের মনেই একটা দ্বিধা কাজ করে—‘এত তাড়াতাড়ি নোংরা হয়ে যাবে না তো?’ কারণ শহরের ধুলোবালি, কাদামাটি কিংবা বৃষ্টির ছিটেফোঁটায় কিছুদিনের মধ্যেই সাদা জুতো হয়ে ওঠে ধূসর। ঔজ্জ্বল্য হারায়, দেখতে লাগে পুরনো ও অগোছালো।

তাহলে চলুন জেনে নিই সাদা স্নিকার্স ঘরোয়া উপায়ে কীভাবে পরিষ্কার করবেন? রইল টিপস! 

ধাপ ১: জুতোর ধরন চিনুনঃ সব সাদা স্নিকার্স এক জিনিস দিয়ে বা এক ভাবে তৈরি হয় না। লেবেল বা পণ্যের বিবরণ দেখে নিন। উপাদান চিহ্নিত করুন। ক্যানভাস না কি কৃত্রিম চামড়া অথবা মেস, বা অন্য কোনও উপাদান দিয়ে তৈরি কি না জেনে সে ভাবে পরিষ্কারের কাজ শুরু করতে হবে। কারণ প্রত্যেকটির জন্য পদ্ধতি আলাদা। ক্যানভাস আর মেসের জুতোর সহ্যক্ষমতা বেশি। হালকা স্ক্রাবিং বা মৃদু ভাবে ধোয়া যেতে পারে। কিন্তু কৃত্রিম চামড়া স্পর্শকাতর। তাই অতিরিক্ত ভিজিয়ে ফেললে জুতো নষ্ট হয়ে যেতে পারে। তেমনই সোয়েডের ক্ষেত্রেও খুব কম জল ব্যবহার করতে হয় এবং এটি পরিষ্কার করার জন্য বিশেষ সরঞ্জামের প্রয়োজন।

ধাপ ২: জুতোর উপরের এবং ফিতের ধুলো দূর করুনঃ শুরুতে ফিতে খুলে ফেলুন জুতো থেকে। সেগুলি আলাদা ভাবে পরিষ্কার করে নেবেন। ঈষদুষ্ণ সাবান-জলে ভিজিয়ে, তার পর হাতে কেচে অথবা ওয়াশিং মেশিনেও ধুয়ে নিতে পারেন। স্নিকার্সে কয়েক বার টোকা দিয়ে ময়লা ঝেড়ে ফেলুন। তার পর একটি নরম ব্রাশ বা  শুকনো কাপড় নিয়ে আলতো করে ময়লা মুছে ফেলুন।

ধাপ ৩: পরিষ্কার করার মিশ্রণ তৈরি করুনঃ ক্যানভাস এবং মেসের জুতোর জন্য ঘরে তৈরি মিশ্রণ ব্যবহার করা যেতে পারে। বেকিং সোডা এবং সাদা ভিনিগার সমান সমান পরিমাণে নিয়ে অল্প পরিমাণে গরম জলের সঙ্গে মিশিয়ে নিন। পেস্ট তৈরি না হওয়া পর্যন্ত নাড়তে থাকুন। একটি পুরনো টুথব্রাশ বা নরম ব্রাশ ব্যবহার  করে বৃত্তাকারে স্নিকার্সের উপরে আলতো করে ঘষুন। কৃত্রিম চামড়ার স্নিকার্সের জন্য ভিনিগার ব্যবহার করবেন না, বরং মৃদু সাবান গরম জলে মিশিয়ে লাগাতে পারেন। একটি নরম কাপড় বা স্পঞ্জ ভিজিয়ে জুতোর উপর আলতে করে বোলাতে হবে। তার পর একটি শুকনো কাপড় দিয়ে মুছে ফেলুন।

ধাপ ৪: ভাল করে ধুয়ে শুকিয়ে নিনঃ ক্যানভাস স্নিকার্স প্রথমে ভাল করে ঘষে ঘষে পরিষ্কার করুন। এ বার ভেজা কাপড় দিয়ে সাবানটুকু মুছে ফেলুন। কিন্তু মাথায় রাখতে হবে, বেশি ক্ষণ ভিজিয়ে রাখা যাবে না বা ওয়াশিং মেশিন বা ড্রায়ারে দেওয়া যাবে না। এতে জুতো নষ্ট হয়ে যাবে। মুক্ত বাতাসে শুকোতে দিতে হবে। কৃত্রিম  চামড়া বা সোয়েড স্নিকার্স হলে, সরাসরি সূর্যালোকের সংস্পর্শে আনা যাবে না। শুকোনোর সময়ে একটি টোটকার প্রয়োগ করতে পারেন। যাতে জুতোর আকার নষ্ট না হয়, ভিতরে ন্যাপকিন বা খবরের কাগজ দিয়ে ভরে দিতে পারেন।

ধাপ ৫: শেষের যত্নঃ স্নিকার্স পুরোপুরি শুকিয়ে গেলে পরিষ্কার করা ফিতেগুলি আটকে দিন। এ বার স্নিকার প্রোটেক্টর স্প্রে ব্যবহার করে দেখতে পারেন। এগুলি ব্যবহার করলে জলের ছোঁয়ায় নষ্ট হবে না অথবা দাগ পড়বে না সহজে। বরং আরও একটু টেকসই থাকবে।

যদিও একেবারে নতুনের মতো রং টিকিয়ে রাখা সম্ভব না-ও হতে পারে, তবে নিয়মিত যত্ন নিলে জুতোটি নোংরা দেখাবে না একেবারেই। তাই শুধু স্টাইল নয়, সঠিক পরিচর্যাও জরুরি। সেই সঙ্গে ভরসা রাখতে পারেন নিজের পছন্দের ওপর। সাহস করে কিনে ফেলুন সেই সাদা স্নিকার্স, যা আপনার পোশাকে আনবে আধুনিকতার  ছোঁয়া। সর্বোপরি স্টাইল বজায় রাখতে হলে যত্নটাই আসল চাবিকাঠি।

You might also like!