Country

3 hours ago

Uttar Pradesh News: ডাকাতির অভিযোগ, উত্তর প্রদেশে গ্রেফতার দুষ্কৃতী

Miscreant arrested in Uttar Pradesh
Miscreant arrested in Uttar Pradesh

 

মির্জাপুর, ৮ আগস্ট : উত্তর প্রদেশের মির্জাপুর জেলাতে পুলিশের জালে গ্রেফতার এক দুষ্কৃতী। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে পুলিশ তল্লাশি অভিযান চালিয়ে গ্রেফতার করে ডাকাত চক্রের সঙ্গে যুক্ত স্মাইল (২২) ও তার দলের আরও চার সদস্যকে। প্রাথমিক তদন্তে উঠে আসে ,খুব অল্প বয়স থেকেই অপরাধ জগতে প্রবেশ ধৃত স্মাইলের। এরপর সে নিজস্ব দল তৈরি করে ডাকাতি করত বলে অভিযোগ। ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

You might also like!