Game

4 hours ago

Zimbabwe Vs New Zealand: বুলাওয়ের দ্বিতীয় টেস্টেও জয়ের দিকে এগোচ্ছে কিউইরা

Rachin Ravindra
Rachin Ravindra

 

বুলাওয়ে, ৯ আগস্ট : শুক্রবার বুলাওয়ে টেস্টের ছিল মাত্র দ্বিতীয় দিন। ডেভন কনওয়ে, হেনরি নিকোলস ও রাচিন রবীন্দ্রর দেড়শ ছোঁয়া ইনিংসে ৬০০ ছাড়িয়ে দ্বিতীয় দিন শেষ করেছে কিউইরা। জিম্বাবুয়ে নিজেদের ইনিংসে অলআউট হয়েছিল ১২৫ রানে। প্রথম দিনের খেলা শেষে ১ উইকেট হারিয়ে ১৭৪ রান করেছিল কিউরা। ৭৯ রানে অপরাজিত ছিলেন কনওয়ে। উইল ইয়ং আউট ৭৪ রানে আউট হলে নাইটওয়াচম্যান হিসেবে নেমেছিলেন জ্যাকব ডাফি। দ্বিতীয় দিনে আরও ২৮ রান করেছেন ডাফি। এরপর কনওয়ে করেন ১৫৩ রান। এরপর নিকোলস ও রবীন্দ্রর ব্যাটে দ্বিতীয় দিন শেষ করেছে তারা।

রবীন্দ্র টেস্ট কেরিয়ারে তৃতীয় সেঞ্চুরি করলেন। দ্বিতীয় দিনের শেষে ১৬৫ রানে অপরাজিত রবীন্দ্র। নিকোলস মাঠ ছেড়েছেন ১৫০ রানে, এটা তার টেস্ট কেরিয়ারের দশম সেঞ্চুরি। নিউজিল্যান্ডের লিড এরই মধ্যে ছাড়িয়েছে সড়ে চারশোর উপরে। দ্বিতীয় দিন শেষে ৪৭৬ রানের লিড পেয়েছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের জন্য জয় কতদূর, সেটা নির্ভর করছে তাদের ইনিংস ঘোষণার ওপর। তবে জিম্বাবুয়ে যে ভাবে খেলছে তাতে বলা যায় জিম্বাবুয়ের হার নিশ্চিত এবং বড় ব্যবধানে।

You might also like!