kolkata

1 year ago

Weather Update Kolkata: দক্ষিণবঙ্গের ৭ জেলায় সতর্কবার্তা! বজ্র-বৃষ্টিসহ ঝড়ের পূর্বাভাস জানাল আলিপুর

Weather Update Kolkata (File Picture)
Weather Update Kolkata (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হতে পারে  উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম ও নদিয়ায়। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির চোখ রাঙানি থেকে বাদ যাবে না কলকাতাও। 
এর মধ্যে আগামী ২৪ ঘন্টার জন্যই পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া যায় বজ্রপাত সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ওদিকে দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা থাকবে। যদিও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনাই বেশি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। অন্যদিকে ছত্তীসগঢ় ও তেলঙ্গানায় এই মুহূর্তে দুটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে৷ এর জেরেই মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি চলবে বাংলা ও ওড়িশায়। ঘূর্ণাবর্তের পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী হওয়ার সংঘাতও রয়েছে। এর জেরে সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। ফলে বজ্র -বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা।
কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ও ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। আপাতত উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই রাতের তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। বৃহস্পতিবারের পর থেকে কিছুটা বাড়তে পারে তাপমাত্রা।

You might also like!