কলকাতা : লোকসভা নির্বাচন আসন্ন। তার আগেই চূড়ান্ত ভোটার তালিকার খসরা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। কিন্তু সেই তালিকায় নাম নেই ডায়মন্ড হারবার কেন্দ্রের কুড়ি হাজার ভোটারদের নাম। কিভাবে তাদের নাম বাদ গেলো পুরোটাই ধোঁয়াশা। শুক্রবার সেই ভোটারদের তালিকা ও এক প্রতিনিধি দল নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
তিনি মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে সাক্ষাৎ করে অভিযোগ জানান ডায়মন্ড হারবার কেন্দ্রের কুড়ি হাজার ভোটারের নাম অবৈধভাবে কেটে বাদ দেওয়া হয়েছে। কমিশনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। এদিন শুভেন্দুর পাশাপাশি ডায়মন্ড হারবার কেন্দ্রের ভোটাররাও ক্ষোভ উগরে দেন। এদিনের বৈঠকে বিরোধী দলনেতা সঙ্গে বিজেপি নেতা শিশির বাজরিয়া হাজির ছিলেন কলকাতায় নির্বাচন কমিশনের দফতরে।