kolkata

1 year ago

CPM: ৪২ আসনে প্রার্থী ঘোষণা তৃণমূলের! 'হাতে' বিশ্বাস আলিমুদ্দিনের

Congress & CPIM (File Picture)
Congress & CPIM (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ তৃণমূল রবিবার ব্রিগেডের জনগর্জন সভা থেকে ৪২ টি আসনেই প্রার্থী ঘোষণা করে দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য আগেই ঘোষণা করে দিয়েছিলেন যে সব আসনেই লড়বে তৃণমূল। আর এটি পরিস্কার হয়ে যাওয়ায় কার্যত আশায় বুক বেঁধেছে সিপিএম। ফলে বাম- কংগ্রেস জোটের সম্ভাবনা আরও উজ্জ্বল হতে শুরু করেছে। তাই এবার কংগ্রেসের হাত ধরে এগিয়ে যেতে এবার ঝাঁপাতে শুরু করল আলিমুদ্দিন স্ট্রিট। 

আলিমুদ্দিন এতদিন কংগ্রেসের হাত ধরতে মরিয়া হয়ে উঠেছিল। তৃণমূলের কটাক্ষ ছিল, একুশের বিধানসভা ভোটে 'শূন্য' বামেদের একা লড়ার সাহস নেই। কিন্তু বামেদের সঙ্গে জোট নিয়ে কিছুটা দোলাচলে অবস্থান করছিল কংগ্রেস, এমতাবস্থায় কিছুটা বিরক্ত ছিল সিপিএম নেতৃত্ব। কিছুটা আশা নিরাশায় অবস্থান করছিল তাঁরা। কংগ্রেসের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে জোট নিয়ে কিছু না জানতে পেরে প্রাথমিক একটি প্রার্থী তালিকাও তৈরি করে ফেলেছিল সিপিএম। তবে কংগ্রেসের সঙ্গে পুরনো সমঝোতা ভাঙতে নারাজ আলিমুদ্দিন। আরও কিছুদিন অপেক্ষার বার্তাও দিয়েছিলেন লাল পার্টির নেতারা। 

রবিবার তৃণমূল সব আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে, তাই আর কোনো বাধা রইল না বলেই মনে করছে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম থেকে শুরু করে পার্টির কেন্দ্রীয় কমিটির সদশ্য সুজন চক্রবর্তীরা। মহম্মদ সেলিম জানিয়েছেন, ‘‘আমাদের প্রার্থী তালিকার কাজ আমরা এগিয়ে রেখেছি। তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে সব শক্তিকে আমরা একজোট করছি। তাই অপেক্ষা করছিলাম। আরও কয়েকটা দিন অপেক্ষা করব। ব‌্যাপারটা এবার দ্রুত গতিতে মিটে যাবে বলেই মনে করছি।’’ অর্থাৎ ভোট পূর্ববর্তী সময়ে দাঁড়িয়ে আলিমুদ্দিন মনে করছে কংগ্রেস আসন সমঝোতার কথা। যদিও বাম শরিক ফরওয়ার্ড ব্লক অবশ‌্য ইতিমধ্যে জানিয়ে রেখেছে, কংগ্রেসের সঙ্গে কোনও জোটে তারা নেই। এদিকে, রবিবার ব্রিগেডে তৃণমূলের ‘জনগর্জন সভা’ প্রসঙ্গে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর কটাক্ষ, ‘‘র‌্যাম্প করে ব্রিগেডে ফ‌্যাশন শো হয়েছে।’’  

You might also like!