কলকাতা, ৩ ফেব্রুয়ারি: মমতা বন্দ্যোপাধ্যায় ও রাহুল গান্ধীর বিড়ি-শ্রমিক প্রীতি নিয়ে তোপ দাগলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। শনিবার তথাগতবাবু এক্স হ্যাণ্ডেলে লিখেছেন, “পশ্চিমবঙ্গের মাননীয়ার মতে রাজনীতিতে সফল হতে হলে বিড়ি বাঁধতে ও বিড়ি খেতে হবে।
যখন সারা পৃথিবী তামাক সেবনের বিরুদ্ধে সোচ্চার তখন মাননীয়া পশ্চিমবঙ্গবাসীকে বলছেন উল্টোদিকে হাঁটতে! আর রাহুল সেই বিড়ি শ্রমিকদের সঙ্গে মাখামাখি করছে।
তা তো হবেই! এর মধ্যে মুসলমান ভোটের লোভ লুকিয়ে আছে যে?”
ভীষ্মদেব ঘোষ নামে এক নেটনাগরিক এর প্রতিক্রিয়ায় এক্স হ্যাণ্ডেলে লিখেছেন, “শিল্প বাণিজ্য তো একটাই। সকাল সকাল ঘুম থেকে উঠে হাতে একটা বিড়ি ধরিয়ে টানতে টানতে চায়ের দোকানে গিয়ে বসে দুই কাপ চা সঙ্গে বিড়ি ফুঁকানো। আর দেশের বিজ্ঞান বিষয়ক আলোচনা করা। আর সঙ্গে দুটি ডিয়ার লটারি, রাতে একটা পাউচের প্যাকেট এই বঙ্গবাসীর জীবন স্যার।”
প্রসঙ্গত মুর্শিদাবাদে ন্যায় যাত্রায় রাহুল শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলোচনার সময় বিড়ি বাঁধা নিয়েও মন্তব্য করেছিলেন। বিড়ি শ্রমিকদের দক্ষতার কথা বলার সময় বলেন, তিনি মিনিট চার-পাঁচেক ধরে চেষ্টা করেও বিড়ি বাঁধতে পারেননি। এর পর ওই দিন বিকেলে কলকাতার ধরনা মঞ্চ থেকে মমতার মুখেও উঠে আসে বিড়ির প্রসঙ্গ। কারও নাম না করেই বললেন, ‘বিড়ি বাঁধতে জানেই না কোনওদিন।’ অতীতে মমতা বন্দ্যোপাধ্যায়ও বিভিন্ন সময় বিড়ি ও বিড়ি শ্রমিকদের স্বার্থে নানা আশ্বাস দিয়েছেন।