কলকাতা, ১০ মে: ঝড়-বৃষ্টির ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গে অনেকটাই কমেছে তাপমাত্রা। আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবারের পর ঝড়-বৃষ্টির মাত্রা কিছুটা কমতে পারে। শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার কোনও কোনও স্থানে বৃষ্টির সঙ্গে ঘন্টায় ৫০-৬০ কিমি গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
গত কয়েকদিনের ঝড়-বৃষ্টির ফলে গরম কমেছে, ফলে স্বস্তি পেয়েছে সাধারণ মানুষ। অনেকটা বসন্তকালের আবহাওয়া দক্ষিণবঙ্গে। আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, সোমবার থেকে আবারও তাপমাত্রা বাড়তে শুরু করবে। তবে আপাতত ফের দক্ষিণবঙ্গে অসহ্য তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হবে না।