kolkata

1 year ago

Kolkata Police : পুলিশের মানসিক স্বাস্থ্যের স্বার্থে এবার কর্মশালার আয়োজন

This workshop is organized for the mental health of the police
This workshop is organized for the mental health of the police

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রাজ্যে মানসিক অবসাদের কারণে মৃত্যুকে বেঁছে নিয়েছেন এমন পুলিশ কর্মীর সংখ্যা বেড়ে চলেছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন অন্য পেশার তুলনায় যারা পুলিশে কাজ করেন তাঁরা মানসিক অবসাদে বেশি ভোগেন। তাই এই সমস্যার সমীকরণ করতে এবার তৎপর হয়েছে বিধাননগর কমিশনারেট। আওতাধীন থানা এবং ট্র্যাফিক গার্ডের কর্মীদের নিয়ে কর্মশালার আয়োজন করতে চলেছে তাঁরা।

কাজের চাপে পরিবারকে সময় দিতে পারেন না পুলিশ কর্মীরা। ছুটির সংখ্যাও নেহাতই কম। ওই কর্মশালায় বিশেষজ্ঞরা জানবেন বাহিনীর কর্মীদের মানসিক অবস্থা জানার। অবসাদে ভোগা কর্মীদের মন ভালো রাখতে যা যা প্রয়োজন, সে সবের ব্যবস্থা করা হবে।

বিধাননগর কমিশনারেটের এক কর্তা বলেন, ‘অবসাদের কথা মনোবিদকে প্রাণ খুলে জানাতে পারলে সমস্যা থেকে মুক্তির রাস্তা মিলবে। সে কারণেই এই কর্মশালা।’ ধাপে-ধাপে সব থানা ও ট্র্যাফিক গার্ডের কর্মীদের জন্য এই কর্মশালার আয়োজন করা হবে বলেই জানা গিয়েছে।

You might also like!