kolkata

1 year ago

CBI camp office in sandeshkhali :সন্দেশখালিতে থেকেই এ বার তদন্তে সিবিআই, খোলা হল অস্থায়ী ক্যাম্প অফিস

CBI camp office in sandeshkhali
CBI camp office in sandeshkhali

 

সন্দেশখালি, ১৭ মে : সন্দেশখালি মামলা নিয়ে যাবতীয় অভিযোগ শুনতে এ বার সেখানেই অস্থায়ী শিবির অফিস তৈরি করল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, সন্দেশখালিতে থেকেই এ বার তদন্ত করবেন তাঁদের আধিকারিকেরা। ইতিমধ্যেই সিবিআইয়ের কাছে সন্দেশখালি নিয়ে যে অভিযোগগুলি জমা পড়েছে, সেগুলি খতিয়ে দেখার কাজ হবে ওই অস্থায়ী শিবিরে। এর পাশাপাশি সেখানে অভিযোগকারীদের সঙ্গে সরাসরি কথাও বলবেন তদন্তকারীরা।

উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেই একাধিক বার সন্দেশখালিতে গিয়েছেন সিবিআই আধিকারিকেরা। অভিযোগকারীদের মধ্যে কয়েক জনের বাড়ি গিয়ে কথা বলা এবং জমি সংক্রান্ত নথিপত্রও খতিয়ে দেখেছেন তাঁরা। এবার সন্দেশখালিতে থেকে তদন্তের কাজ এগিয়ে নিয়ে যাবেন সিবিআই আধিকারিকরা, আর তাই উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে খোলা হয়েছে অস্থায়ী ক্যাম্প অফিস।


You might also like!