দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শূন্যপদ দ্রুত পূরণ ও আরও বেশি সুযোগ এই দুই ধারা বজায় রাখতে অভিনব পদক্ষেপ নিল রাজ্য। সরকারি-বেসরকারি কলেজে নার্সিং পড়ার বয়সের ঊর্ধ্বসীমা আর রইল না। বুধবার স্বাস্থ্যভবনের বিজ্ঞপ্তিতে এমনটাই উল্লেখ করা হয়েছে।
স্বাস্থ্য অধিকর্তা ডা. সিদ্ধার্থ নিয়োগীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিএসসি, এমএসসি নার্সিং, এএনএম(অক্সিলারি নার্সিং এন্ড মিডওয়াইফরি) এবং জিএনএম(জেনারেল নার্সিং এন্ড মিডওয়াইফারি) পড়ার ক্ষেত্রে বয়স আর বাধা হবে না। দশম ও দ্বাদশ শ্রেণি পাস এবং ইংরেজিতে ৪০ শতাংশ নম্বর থাকলেই নার্সিং পড়ার সুযোগ মিলবে। তবে সরকারি হাসপাতালে চাকরি পাওয়ার ক্ষেত্রে বয়সের উর্দ্ধসীমা আগের মতো ৩৮ বছরই থাকছে।