নয়াদিল্লি, ১০ আগস্ট : দেবভূমি উত্তরাখণ্ডে আগামী ২৪ ঘণ্টায় খুব ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। এছাড়াও পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পশ্চিম ও পূর্ব উত্তর প্রদেশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হিমাচল প্রদেশেও ভারী বৃষ্টিপাত প্রত্যাশিত।
আইএমডি আরও জানিয়েছে, উপকূলীয় অন্ধ্র প্রদেশ, পশ্চিম মধ্যপ্রদেশ, সিকিম, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরায়ও আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।