Country

8 hours ago

UP flood alert:বন্যা পরিস্থিতি উত্তর প্রদেশে, নিরন্তর বাড়ছে গঙ্গা ও যমুনার জলস্তর

Uttar Pradesh flood
Uttar Pradesh flood

 


লখনউ, ৪ আগস্ট : উত্তর প্রদেশে অবিরাম বৃষ্টিপাতের কারণে একাধিক জেলায় গঙ্গা ও যমুনা নদীর জলস্তর বাড়ছে। বারাণসী, প্রয়াগরাজে ইতিমধ্যেই জলস্তর অনেকটাই বেড়েছে। আগামী দিনে বৃষ্টি বাড়লে, পরিস্থিতি আরও বেগতিক হতে পারে। উত্তর প্রদেশে অবিরাম বৃষ্টিপাতের কারণে মির্জাপুর, চান্দৌলি, ভাদোহি, গাজীপুর এবং বারাণসীতে গঙ্গার জলস্তর বিপদসীমা অতিক্রম করেছে। টানা ভারী বৃষ্টিপাতের ফলে গঙ্গা নদীর জলস্তর বেড়ে যাওয়ায় বারাণসীর আবাসিক এলাকা প্লাবিত হয়েছে।

নদী সংলগ্ন অঞ্চলের মানুষজনকে ত্রাণ শিবির এবং নিরাপদ স্থানে স্থানান্তরিত করা হচ্ছে। প্রয়াগরাজে গঙ্গা এবং যমুনা উভয় নদী বিপদসীমার প্রায় এক মিটার উপরে প্রবাহিত হচ্ছে। প্রয়াগরাজে এখনও পর্যন্ত বহু মানুষকে ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে। কোথাও কোথাও বাড়িতেও জল ঢুকে গিয়েছে। নৌকাতে যাতায়াত করতে হচ্ছে মানুষজনকে। এদিকে, উত্তর প্রদেশের কিছু অংশে খারাপ আবহাওয়া এবং বৃষ্টিপাতের কারণে সোমবার লখনউতে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত সরকারি এবং বেসরকারি স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।


You might also like!