কলকাতা, ১ ফেব্রুয়ারি: শীতের বিদায়ঘণ্টা বেজেই গেল, দ্রুততার সঙ্গে তাপমাত্রার পারদ চড়ছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। একধাক্কায় কলকাতায় অনেকটাই বাড়ল তাপমাত্রার পারদ, বৃহস্পতিবার কলকাতার তাপমাত্রা বেড়ে ২১.৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে, বৃহস্পতিবার সকালেও কলকাতা ও লাগোয়া জেলাগুলির আকাশ ছিল মেঘলা। শহর থেকে শহরতলি সর্বত্রই শীতের আমেজ উধাও হয়ে গিয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।