kolkata

1 year ago

South Dum Dum Municipality: পরীক্ষার্থীদের জন্য খুলে যাবে দমদম রোডের কালভার্ট!

Dum Dum Kalvart (File Picture)
Dum Dum Kalvart (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দমদম রোডের কালভার্ট খুলে দেওয়া হবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। তবে সেখান দিয়ে পরীক্ষার দিনগুলিতে শুধুমাত্র অটো, টোটো-সহ ছোট গাড়ি যাতায়াত করতে পারবে। বুধবার দমদম রোডে ওই কালভার্ট সংস্কারের কাজ পরিদর্শনের পরে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ দমদম পুরসভা। এ দিন কেএমডিএ, পূর্ত দফতর, পুরসভা এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের প্রতিনিধিরা পরিদর্শনে যান।

পুরসভার চেয়ারপার্সন কস্তুরী চৌধুরীর কথায়, শুধুমাত্র পরীক্ষার দিনগুলিতে সকালে নির্দিষ্ট সময়ের জন্য ওই কালভার্ট খুলে দেওয়া হবে। তবে, বাস-সহ কোনও ভারী গাড়ি সেখান দিয়ে যাতায়াত করবে না।

You might also like!