দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচিতে জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের প্রতি সপ্তাহে অন্তত একবার শিবিরে উপস্থিত থাকার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু উপস্থিতিই নয়, জেলাশাসকের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে জনসাধারণের সমস্যা সমাধানে একসঙ্গে কাজ করতেও বলা হয়েছে। নির্দেশিকায় স্পষ্ট করা হয়েছে, কর্মসূচির সময়ে ব্লক স্তরে গৃহীত সিদ্ধান্তগুলির তদারকিতে মন্ত্রীদের সরাসরি যুক্ত থাকতে হবে। প্রশাসনিক পর্যায়ে কোনও জটিলতা বা বাধা তৈরি হলে, তা সমাধানের জন্য মন্ত্রী ও জেলাশাসককে একযোগে পদক্ষেপ নিতে হবে।এছাড়াও শিবির সংক্রান্ত সমস্ত কাজ সুষ্ঠুভাবে বাস্তবায়িত হচ্ছে কি না, তা নিশ্চিত করতে জেলাশাসকের সঙ্গে নিয়মিত পর্যালোচনা বৈঠক করতে হবে মন্ত্রীদের। বস্তুত আমজনতার এলাকাভিত্তিক সমস্যার সমাধানে মুখ্যমন্ত্রী এই প্রকল্প শুরু করেছেন। ২ আগস্ট থেকে শুরু হয়েছে প্রকল্প বাস্তবায়নের কাজ। প্রশাসনের কর্তাদের মতে, এটি এক অনন্য মৌলিক উদ্যোগ। যা রাজ্যের নাগরিকদের শাসনব্যবস্থার কেন্দ্রবিন্দুতে সম্মানের সঙ্গে স্থান দেয়। এটি শুধু সরকারি কোনও প্রকল্প নয়, নাগরিক কেন্দ্রিক বিপ্লব। যেখানে মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে সরাসরি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা।
ছাব্বিশের ভোটের আগে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনমাস ধরে বুথস্তরে নাগরিক পরিষেবা দিতে এই প্রকল্পের ভাবনা। যার মাধ্যমে পাড়ার কোনও সমস্যার দ্রুত ও সহজ সমাধান হবে বলে আশার কথা শুনিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর নির্দেশমতো কাজ শুরু হয়েছে। দু’দিনের মধ্যে রেকর্ড পরিষেবা মিলেছিল এসব বুথ থেকে। এই প্রকল্পে সরকারি আধিকারিক ও জনপ্রতিনিধিদের অংশগ্রহণের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এর মধ্যে মন্ত্রীদের ভূমিকা ঠিক কী হবে, এবার তা স্থির করে দিলেন মুখ্যমন্ত্রী।