কলকাতা, ১১ আগস্ট : আরজি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার বর্ষপূর্তিতে নবান্ন অভিযানে গিয়ে পুলিশের মারে গুরুতর আহত হন নির্যাতিতার মা। অভিযোগ,পুলিশের লাঠিচার্জে গুরুতর চোট লাগে তাঁর মাথায়, ভেঙে যায় হাতের শাঁখা-পলাও। শনিবারের ঘটনার পরিপ্রেক্ষিতে কলকাতা পুলিশের বিরুদ্ধেই এবার এফআইআর দায়ের করতে চলেছে নির্যাতিতার বাবা। তিনি ফোনে জানিয়েছেন, "আজ সোমবার বিকেলে কলকাতা পুলিশের শনিবারের নির্মম মারধরের ঘটনায় এফআইআর দায়ের করা হবে"। সশরীরে নয়, অনলাইনে এফআইআর দায়ের করবেন নির্যাতিতার পরিবার।