Business

2 hours ago

Shakti Pump:মাত্র ৫ বছরে ২৭৭৭% রিটার্ন! এই শেয়ার ছাপিয়ে দিয়েছে সব প্রত্যাশা, আপনার পোর্টফোলিওতে আছে?

multibagger stoc
multibagger stoc

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক : গত কয়েক মাস ধরে শেয়ার বাজারে একটানা পতন চলছে। সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই ধসের জেরে বিনিয়োগকারীদের ক্ষতির অঙ্ক পৌঁছেছে হাজার হাজার কোটি টাকায়। তবে বাজারের এই টালমাটাল পরিস্থিতির মধ্যেও এক সংস্থার শেয়ার দারুণ পারফরম্যান্স দেখিয়েছে। রিপোর্ট বলছে, যখন সেনসেক্স নিচের দিকে নামছিল, তখনও এই সংস্থার শেয়ারে প্রায় ৮০ শতাংশ লাফ দেখা গিয়েছে— যা বিনিয়োগকারীদের কাছে বড় চমক হয়ে এসেছে।নাম ‘শক্তি পাম্প’। আপাতত শেয়ার মার্কেটেও নিজের শক্তি দেখিয়ে দিয়েছে এই সংস্থা। ২০১১ সালে দালাল স্ট্রিটে নিজেদের নাম লেখায় শক্তি পাম্প। তখন এর দর ছিল শেয়ার প্রতি সাত টাকা। দালাল স্ট্রিটে আসার বছর কয়েক তো চুপই থাকে এই সংস্থা। ২০১৪ থেকে ধীরে ধীরে বাড়তে থাকে দাম। ২০২২ সালের পর একেবারে ‘বুলেট ট্রেনের’ মতো ছুটতে শুরু করে এই সংস্থার শেয়ার।

মূলত, আধুনিক অচিরাচরিত শক্তি নিয়েই কাজ করে থাকে এই সংস্থা। মোদী শাসনকালের শুরু থেকেই দেশের কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদনের পরিবর্তে জোর দেওয়া হয়েছে অচিরাচরিত শক্তিতে। যার জেরে বিশেষ জোর পড়েছে সৌর শক্তিতেও। আর সেই ক্ষেত্রটাকেই কাজে লাগিয়েছে এই সংস্থা। ২০১৪ সাল থেকেই হুড়মুড়িয়ে এগোচ্ছে তারা।

শেয়ার বাজারে ‘শক্তি’র প্রদর্শন

২০২০ সালে এই একটি সংস্থার একটি শেয়ারের দর ছিল প্রায় ৪৫ টাকা। যা পাঁচ বছর পর ২০২৫ সালের জানুয়ারিতে ছুঁয়ে ফেলে ১২৭৭ টাকার গন্ডি। অর্থাৎ পাঁচ বছরে এই শেয়ার দাম বেড়েছে ২ হাজার ৭৭৭ শতাংশ। গত সপ্তাহেও যখন সেনসেক্সে ‘মহাপতন’ চলছিল সেই সময়েও এই শেয়ারের দর বেড়েছে প্রায় ৮ শতাংশ।



You might also like!