কলকাতা, ১২ আগস্ট : “ভারতবর্ষে গ্রন্থাগার বিজ্ঞান, তথ্যায়ন ও তথ্যবিজ্ঞানের জনক হিসেবে খ্যাত বিশিষ্ট গণিতজ্ঞ ও গ্রন্থাগারিক ড. এস. আর. রঙ্গনাথন মহাশয়ের জন্মদিবসে জানাই আমার বিনম্র শ্রদ্ধা ও প্রণাম।” মঙ্গলবার এক্সবার্তায় এ কথা লিখলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপি-র প্রাক্তন সভাপতি ডঃ সুকান্ত মজুমদার। তিনি লিখেছেন, “গ্রন্থাগার বিজ্ঞানের পঞ্চ আইন প্রণয়নে তিনি অসামান্য ভূমিকা রেখেছিলেন। পাশাপাশি, কোলন শ্রেণিবিন্যাস পদ্ধতির উদ্ভাবন তাঁর অন্যতম যুগান্তকারী অবদান। এ ক্ষেত্রে তাঁর অনন্য চিন্তাধারা ও মৌলিক গবেষণা আন্তর্জাতিক পরিমণ্ডলেও বিশেষভাবে স্বীকৃত হয়েছে। তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রতি বছর তাঁর জন্মবার্ষিকীতে সারা দেশে পালিত হয় জাতীয় গ্রন্থাগারিক দিবস।”
ভারতবর্ষে গ্রন্থাগার বিজ্ঞান, তথ্যায়ন ও তথ্যবিজ্ঞানের জনক হিসেবে খ্যাত বিশিষ্ট গণিতজ্ঞ ও গ্রন্থাগারিক ড. এস. আর. রঙ্গনাথন মহাশয়ের জন্মদিবসে জানাই আমার বিনম্র শ্রদ্ধা ও প্রণাম।
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) August 12, 2025
গ্রন্থাগার বিজ্ঞানের পঞ্চ আইন প্রণয়নে তিনি অসামান্য ভূমিকা রেখেছিলেন। পাশাপাশি, কোলন শ্রেণিবিন্যাস… pic.twitter.com/yHwdNCm326