kolkata

1 year ago

Tathagata :অবিলম্বে স্বামী প্রদীপ্তানন্দর নিরাপত্তার ব্যবস্থা করতে অমিত শাহকে আর্জি তথাগতের

Tathagata requested Amit Shah to immediately arrange security for Swami Pradiptananda
Tathagata requested Amit Shah to immediately arrange security for Swami Pradiptananda

 

কলকাতা, ২১ মে : অবিলম্বে স্বামী প্রদীপ্তানন্দর নিরাপত্তার ব্যবস্থা করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে আবেদন জানালেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

তথাগতবাবু মঙ্গলবার এক্স হ্যান্ডলে লিখেছেন, “মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন: দয়া করে অবিলম্বে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সংঘের স্বামী প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজের সুরক্ষা ও নিরাপত্তার ব্যবস্থা করুন।”ভারতের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ব্যক্তিগত এবং তাঁদের দফতরে এই এক্স-বার্তা পাঠিয়েছেন তথাগতবাবু।

এ ছাড়াও, জলপাইগুড়ি সেবক রোডে রামকৃষ্ণ মিশনে ঢুকে একদল সশস্ত্র দুষ্কুতীর সাম্প্রতিক হামলার খবর এক্স-বার্তায় যুক্ত করে তথাগতবাবু এ দিন লিখেছেন, “বাবু যত বলে পারিষদদলে কহে তার শত গুণ”নেত্রী যখন রামকৃষ্ণ মিশনকে মুখে আক্রমণ করেছেন তখন তার ক্যাওড়ারা কি পিছিয়ে থাকবে?”


You might also like!