দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: শিয়ালদহ স্টেশন চত্বরে দীর্ঘ সময় গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকা এবার নিষিদ্ধ। পূর্ব রেল সব ধরনের গাড়ির জন্য স্টেশন চত্বরে ঢোকা ও বের হওয়ার নির্দিষ্ট পথ নির্ধারণের পরিকল্পনা শুরু করেছে। স্টেশন চত্বরে যান চলাচলের সুবিধার্থে চার লেনের রাস্তা তৈরি করা হচ্ছে, যেখানে কোন লেনে কোন ধরনের গাড়ি চলবে তাও নির্ধারিত করে দিয়েছে রেল।
স্টেশনের দিকে যে লেন মানে ভিতরের যে লেন থাকবে, তাতে শুধু অটো এবং রিকশা ঢোকা-বেরোনোর জন্য তৈরি হবে। তার পাশের লেন বরাদ্দ করা হয়েছে হলুদ ট্যাক্সি বা প্রিপেড ট্যাক্সির জন্য। তবে ট্যাক্সি নিয়ে বেশিক্ষণ ওই লেনে থাকা যাবে না। ওই লেন শুধু যাত্রী ওঠা-নামানোর ক্ষেত্রেই ব্যবহার করতে পারবেন চালকরা। এরপরের লেন তৈরি করা হবে অ্যাপ ক্যাব এবং বাইকের জন্য। পাশাপাশি, ওই লেনে ব্যক্তিগত গাড়ি নিয়েও যেতে পারবেন যাত্রীরা। ট্রেনের যাত্রীদের জন্য শিয়ালদহ স্টেশনে ‘পিকআপ’ এবং ‘ড্রপ’-এর নির্দিষ্ট জায়গা থাকবে।
প্রসঙ্গত, শিয়ালদহ স্টেশনে প্রতিদিন কয়েক লক্ষ যাত্রী যাতায়াত করেন। পুজোর সময় সেই সংখ্যা যে আরও বাড়বে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। ব্যস্ত সময়ে ট্রেন ঢুকলে মেন গেট দিয়ে বেরনোর জন্য হুড়োহুড়ি পড়ে যায়। ভিড়ের সুযোগে মোবাইল চুরি, ছিনতাই এমনকী মহিলাদের সম্ভ্রম নষ্ট হয় বলেও অভিযোগ। এছাড়াও দক্ষিণ শাখা থেকে আসা যাত্রীদের বেরোনোর পথে চরম বিশৃঙ্খলা দেখা দেয়। অতিরিক্ত ভিড় এবং হকারদের দোকানপাট থাকায় রাস্তাটি সংকীর্ণ পথে রূপান্তরিত হয়। তাই নিত্যদিনের এই সমস্যা থেকে নিত্যযাত্রীদের মুক্তি দিতে নতুন পরিকল্পনা গ্রহণ করেছে পূর্ব রেল।