kolkata

2 hours ago

CM Mamata Banerjee: চাকরিহারাদের পুনর্বাসনে উদ্যোগ রাজ্যের, গ্রুপ সি নিয়োগ ভাবনায় মমতা!

West Bengal Chief Minister Mamata Banerjee
West Bengal Chief Minister Mamata Banerjee

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: শিক্ষক নিয়োগ নিয়ে জট অব্যাহত। ২০১৬ সালের নিয়োগপ্যানেল সুপ্রিম কোর্টে বাতিল হওয়ার পর আদালতের নির্দেশে প্রকাশিত হয়েছে ‘যোগ্য’ ও ‘অযোগ্য’ তালিকা। নতুন করে শিক্ষক নিয়োগের উদ্দেশ্যে আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে তালিকায় ‘দাগি’ হিসেবে নাম থাকা ১৮০৬ জন পরীক্ষায় বসতে পারবেন না। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছেন, রাজ্য তাঁদের পাশেই রয়েছে। বৃহস্পতিবার শিক্ষক দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, “এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে এতদিন স্কুলে পড়ানোর পরও কয়েকজনকে আদালতের নির্দেশে ‘অযোগ্য’ বলে প্রতিপন্ন করা হয়েছে। কিন্তু তাঁদের চিন্তার কারণ নেই। আমরা তাঁদের জন্য আইনজীবীদের সঙ্গে আলোচনা করছি। শিক্ষক হিসেবে না হলেও, গ্রুপ সি পদে তাঁদের চাকরির সুযোগ করে দেওয়ার চেষ্টা চলছে। কেউ ভাববেন না, আমাদের সরকার মানবিক।”

‘প্রাতিষ্ঠানিক দুর্নীতি’ অ্যাখ্যা দিয়ে গত এপ্রিল মাসে ২০১৬ সালের শিক্ষক নিয়োগ প্যানেলটি বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। নির্দেশ দেওয়া হয়, ‘যোগ্য’ ও ‘অযোগ্য’র তালিকা আলাদাভাবে প্রকাশ করতে হবে। তার ভিত্তিতে স্থির হবে নতুন করে নিয়োগ পদ্ধতিতে অংশ নিতে পারবেন কারা, কারাই বা বাতিল হিসেবে গণ্য হবেন। সেই নির্দেশ মেনে গত শনিবার, ২৯ সেপ্টেম্বর ‘দাগি’দের তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। তাতে ১৮০৬ জনের নাম রয়েছে। এঁদের মধ্যে কেউ কেউ তৃণমূল নেতা-মন্ত্রী ঘনিষ্ঠ এবং দীর্ঘদিন ধরে স্কুলে পড়ানোর অভিজ্ঞতা রয়েছে। কিন্তু এই তালিকা প্রকাশের পর তাঁদের চাকরি খারিজ হয়ে গিয়েছে। এবার সেসব ‘দাগি’দের পাশে আইনিভাবে দাঁড়ানোর কথা বললেন মুখ্যমন্ত্রী।

বৃহস্পতিবার ‘ধনধান্য’ প্রেক্ষাগৃহে শিক্ষক দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বললেন, ”শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়ে গেলে গ্রুপ সি ও গ্রুপ ডি-র পরীক্ষা নেওয়া হবে। ‘বেচারা’, যাঁরা এতদিন স্কুলে পড়ানোর পরও অযোগ্য বলে প্রতিপন্ন হয়েছে আদালতের নির্দেশে, তাঁদের পাশে রাজ্য সরকার আইনিভাবে থাকছে। আমাদের সরকার মানবিক। স্কুল শিক্ষক না হলেও গ্রুপ সি পদে যদি চাকরি পান তাঁরা, সেজন্য আইনি পরামর্শ নেওয়া হচ্ছে।”

You might also like!