kolkata

6 hours ago

Bidhan Sabha New Rule: বিধানসভায় রক্ষী নিয়ে প্রবেশ বন্ধ, ছাড় কাকে তা জানালেন অধ্যক্ষ!

West Bengal Speaker Biman Banerjee
West Bengal Speaker Biman Banerjee

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: এ বার থেকে কোনও বিধায়ক ব্যক্তিগত দেহরক্ষী নিয়ে বিধানসভায় প্রবেশ করতে পারবেন না। শুধুমাত্র মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীরা এই ক্ষেত্রে ছাড় পাবেন। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সোমবার এ কথা জানিয়েছেন। হাই কোর্টের অনুসন্ধানের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বিধায়কদের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিধানসভার চৌহদ্দিতে প্রবেশের অনুমতি দেওয়ার আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। মামলাকারী পক্ষের অভিযোগ ছিল, বিধানসভা চত্বরের ভিতরে রাজ্য পুলিশের কর্মীরা প্রবেশ করতে পারলেও, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা ঢুকতে পারছেন না। সেই মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতি শম্পা সরকার প্রশ্ন তোলেন, “তৃণমূলের বিধায়কেরা রাজ্য পুলিশ নিয়ে বিধানসভায় ঢুকতে পারলে বিজেপি বিধায়কেরা কেন্দ্রীয় বাহিনী নিয়ে ঢুকতে পারবেন না কেন? নিরাপত্তায় থাকা কর্মীদের নিয়ে স্পিকারের ভিন্ন অবস্থান কেন?”

প্রসঙ্গত, রাজ্যের তৃণমূল বিধায়কেরা রাজ্য পুলিশের নিরাপত্তা পেয়ে থাকেন। অন্য দিকে, বিজেপি বিধায়কদের নিরাপত্তার দায়িত্বে সাধারণত থাকেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। বিধানসভার অধিবেশনের সময়ে বিজেপি বিধায়কদের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিধানসভার চৌহদ্দির বাইরে থাকতে হয়। বিধানসভার বাইরে ছাউনি দিয়ে একটি অস্থায়ী বিশ্রামস্থলের ব্যবস্থা করা হয়।বিধানসভায় বিধায়কদের ‘দেহরক্ষী’ প্রসঙ্গে কী অবস্থান, সে বিষয়ে বিধানসভার অধ্যক্ষ ও সচিবের থেকে হলফনামা চেয়ে পাঠান বিচারপতি সরকার। এই আবহে সোমবার বিধানসভায় বিশেষ অধিবেশন শুরুর দিনে অধ্যক্ষ জানিয়ে দিলেন, এ বার থেকে বিধায়কেরা আর বিধানসভায় রক্ষী নিয়ে প্রবেশ করতে পারবেন না।


You might also like!