কলকাতা, ১৭ ফেব্রুয়ারি : সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন বিজেপির রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার। সুস্থ হওয়ার পর শনিবার কলকাতার অ্যাপোলো হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে সুকান্ত মজুমদারকে। হাসপাতাল থেকে বেরোনোর সময় উপস্থিত মানুষজনের উদ্দেশ্যে হাত নাড়েন সুকান্ত মজুমদার, বুঝিয়ে দেন তিনি সুস্থ আছেন।
গত ১৪ ফেব্রুয়ারি উত্তর ২৪ পরগনার বসিরহাটে আহত হন সুকান্ত মজুমদার। পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হলে, পুলিশ লাঠিচার্জ করে। তখনই সুকান্ত মজুমদার অসুস্থ হয়ে পড়েন। সেই দিন থেকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। এই সময়ে সুকান্তকে দেখতে হাসপাতালে যান মিঠুন চক্রবর্তী, দিলীপ ঘোষ, সৌরভ গঙ্গোপাধ্যায় প্রমুখ।