দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অসুস্থ বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মঙ্গলবার থেকে বসিরহাটে ছিলেন তিনি। বুধবার পুলিশের গাড়িতে উঠে বিক্ষোভ দেখানোর সময় হঠাৎ জ্ঞান হারান। সেখান থেকে প্রথমে বসিরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর বিকেল সাড়ে পাঁচটা নাগাদ সুকান্তকে ভর্তি করা হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। গতকাল তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস ও বিধান সভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সংবাদ মাধ্যমে শুভেন্দু জানিয়েছিলেন, বমি ভাব রয়েছে সুকান্তর। তবে বিশ্রাম নিলে ধীরে-ধীরে সুস্থ হয়ে হয়ে যাবেন তিনি।
টাকিতে অসুস্থ হয়ে পড়েন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁকে বসিরহাট স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। বিজেপির তরফে দাবি করা হয়েছে, সুকান্ত মজুমদারের অবস্থা স্থিতিশীল নয়, তাঁকে অক্সিজেন দেওয়া হয়েছে।
বুধবার সকাল থেকেই টাকি থেকে সন্দেশখালি যাওয়ার কর্মসূচিতে পুলিশি বাধার অভিযোগ করেছে বিজেপি। ১৪৪ ধারা জারি থাকায় সেখানে তাঁদের যেতে দেওয়া হবে না বলে জানায় পুলিশ। এরপরই বিজেপি রাজ্য সভাপতি এবং বাকি কর্মীদের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় তাঁদের। তার মধ্যেই পুলিশের গাড়ির বনেটে উঠে যান সুকান্ত। প্রত্যক্ষদর্শীদের মতে, গাড়িতে উঠেই তিনি কিছুটা অচেতন হয়ে পড়েন। বিজেপি নেতাকে গাড়ি থেকে নামানোর চেষ্টা করা হয়। এরপরই তিনি জ্ঞান হারান। সেখান থেকে প্রথমে বসিরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর বিকেল সাড়ে পাঁচটা নাগাদ সুকান্তকে ভর্তি করা হয় কলকাতার অ্যাপোলো হাসপাতালে। গতকাল তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ও শুভেন্দু অধিকারী।
শুভেন্দু বলেছেন, “সুকান্ত আইসিইউতে আছেন। পর্যবেক্ষণে রাখা হয়েছে। স্যালাইন ছাড়া কিছু নিতে পারছেন না। বমি ভাব আছে। ওনার রেস্ট দরকার। ভালো চিকিৎসা হচ্ছে। আমরা ক্রস চেক করেও চিকিৎসার উপর নজর রাখছি।”
বিজেপি কর্মীরা গতকালই জানিয়েছিলেন, বসিরহাটের হাসপাতালে নিয়ে যাওয়ার পরও কিছুক্ষণ জ্ঞান ছিল না সুকান্ত মজুমদারের। প্রাথমিক চিকিৎসার পর তিনি কিছুটা সুস্থ হন। তবে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল নয় বলেই জানান হয়। এরপরই তাঁকে কলকাতায় আনার পরিকল্পনা করে বিজেপি।
সন্দেশখালি প্রসঙ্গে শুভেন্দু বলেন, “লিখিত জানিয়েছেন, আমিও মেল করেছি পাল্টা। কমউনিনাল লোক আছে। এক এস পি মেহেদী হাসান! আর আমিনুল ইসলাম। নাম শুনলেই বুঝতে পারছেন! ৯২০ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী আসছে। আজ রাত ঘুমিয়ে নিন। কাল বিজেপি দেখাবে।”