দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বসিরহাট মহকুমা আদালত থেকে সরাসরি ভবানীভবনে শেখ শাহজাহান। ইতিমধ্যেই শুরু হয়েছে জেরা। সূত্র মারফত জানা গিয়েছে পুলিশ কর্তাদের পাশাপাশি জেরার কাজে সামিল হয়েছেন সিআইডি আধিকারিকরাও।
( প্রিয় পাঠকবর্গ, খবরটি সবেমাত্র আমাদের কাছে এসে উপস্থিত হয়েছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন।)