Breaking News
 
Kolkata Metro: পুজোর আগে বড় খবর! মেট্রো স্মার্ট কার্ডের দাম কমছে, জেনে নিন নতুন মূল্য। Rahul Gandhi : আধার-সংযুক্ত ফোন নম্বর বাধ্যতামূলক নয়, অনলাইনে ভোট মুছতে কমিশনের পদক্ষেপের পর রাহুলের অভিযোগ Ladakh unrest: লাদাখের 'গণবিক্ষোভ', জ্বলল পুলিশ ভ্যান, বিজেপি দপ্তরে হামলা, রাজ্যের মর্যাদার দাবিতে উত্তাল লাদাখ। Mamata Banerjee: কলকাতার দুর্যোগে মৃতদের পরিবারকে দিচ্ছেন ২ লক্ষ টাকা ও চাকরি, ঘোষণা মুখ্যমন্ত্রীর Chandranath Sinha: পুজোর আগে স্বস্তি! নিয়োগ দুর্নীতি মামলায় কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার অন্তর্বর্তী জামিন Heavy rain cripples Kolkata: কলকাতায় বৃষ্টির জমা জলে নিহত ৮ জনের পরিবারের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী, পাশে থাকার প্রতিশ্রুতি মেয়রের!

 

kolkata

1 year ago

Sayantika Banerjee: সজলকে ছাপিয়ে যেতে অভিনব প্রচার কৌশল সায়ন্তিকার! ট্যাব হাতে দুয়ারে পৌঁছলেন তিনি

Sayantika Banerjee
Sayantika Banerjee

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বরানগর কেন্দ্রের উপ নির্বাচন রয়েছে লোকসভা নির্বাচনের সঙ্গেই। রাজনীতিতে তথাকথিত নবাগতা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সেখানে লড়ছেন বিজেপি প্রার্থী অভিজ্ঞ সজল ঘোষের বিরুদ্ধে। বিধানসভা আসনটি গতবার তৃণমূলের দখলে থাকলেও নিজের প্রচারে খামতি রাখছেন না তৃণমূল প্রার্থী।

অন্য বিধায়কের এলাকায় গিয়ে ভোট প্রার্থী হলে সাময়িক একটা সমস্যা হয় প্রার্থীর। গতবারের প্রার্থী এই কাজ করেনি, ওই কাজ করেননি এরকম নানা অভিযোগ শুনতে হয় নতুন প্রার্থীকে। সেই সমস্যা দূর করতে এবার অভিনব প্রচারপন্থা নিতে দেখা গেল সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে। ফিল্মি জগতের সায়ন্তিকা প্রচারে আনলেন আধুনিক টাচ।

প্রচারে বেরিয়ে শুধু মানুষকে নমস্কার জানানো, আশীর্বাদ চাওয়া এতেই দায় সেরে ফেলছেন না তিনি। হাতে ট্যাব নিয়ে রীতিমতো মানুষের দুয়ারে গিয়ে নথিবদ্ধ করছেন তাঁদের সমস্যায় কথা। কোন এলাকায় কী অসুবিধা সেইসব তুলে নিচ্ছেন ট্যাব-এ। কিছু জায়গায় চটজলদি সমাধান, আবার কিছু জায়গায় ভোট মিটলে কাজ করে দেওয়ার আশ্বাস দিচ্ছেন সায়ন্তিকা।

You might also like!