দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অফিস টাইমে হয়রানির শিকার নিত্যযাত্রীরা। উল্টোডাঙা স্টেশনে রেল অবরোধ। অবরোধের কারণে একাধিক রেল চলাচল বন্ধ হয়ে যায় শিয়ালদা থেকে মেন এবং নর্থ লাইনে। অবরোধ শুরু হয়েছে শুক্রবার সন্ধ্যায় ৭টা ১০ মিনিট থেকে। অফিস ফেরত ব্যস্ত সময়ে বিধাননগর স্টেশনে রেল অবরোধ করলেন যাত্রীরা৷ তার জেরে পরপর দাঁড়িয়ে গেল শিয়ালদা শাখার বহু ট্রেন। চরম হয়রানির শিকার হলেন নিত্যযাত্রী থেকে অফিস ফেরত মানুষজন।
যাত্রীদের তরফে জানা গিয়েছে, পূর্ব ঘোষণা ছাড়াই দত্তপুকুর লোকাল বাতিল করায় হঠাৎ এই উত্তেজিত হয়ে ওঠেন যাত্রীরা। শুধু তাই নয় ট্রেন আসা নিয়ে ভুল ঘোষণা, প্ল্যাটফর্ম এবং ওভারব্রিজ সংক্রান্ত সমস্যা থেকে শুরু করে একাধিক অভিযোগ জানিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন যাত্রীরা। অবরোধের কারণে আপ এবং ডাউন দু লাইনেই ট্রেন চলাচল থমকে যায়৷ জানা গিয়েছে, এদিন ২ নং প্ল্যাটফর্মে একসঙ্গে তিনটে ট্রেনের ঘোষণা হয়। কোন ট্রেন আগে আসবে, কোন ট্রেন পরে আসবে বুঝতে পারছিলেন না যাত্রীরা। সমস্ত যাত্রী অর্থাৎ তিনটি ট্রেনের যাত্রী একই প্ল্যাটফর্মে গিয়ে হাজির হন।