কলকাতা, ২০ ফেব্রুয়ারি : রাজ্যের জেলে মহিলা বন্দিরা অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় মামলায় যুক্ত সব পক্ষকে বৈঠক করার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ জানায়, সব পক্ষকে নিয়ে রাজ্যকে বৈঠকে বসতে হবে। সেখান থেকে কী উঠে এল, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (এজি)-কে তা নিয়ে আগামী ৮ মার্চ রিপোর্ট দিয়ে জানাতে হবে।
এই মামলায় বিচারপতির বাগচীর পর্যবেক্ষণ, এমন ঘটনায় সমাজে কী প্রভাব পড়ে তা আমরা জানি। এমনিতেই ওই মহিলারা জেলে রয়েছেন সেই অবস্থায় এমন ঘটনা তাঁদের আরও বেশি কলঙ্কিত করে। ওই ঘটনা মেনে নেওয়া যায় না। দায়িত্বশীল পদে থাকা ব্যক্তিদের এটা মাথায় রাখা জরুরি। মঙ্গলবার আদালত বান্ধব তাপস ভঞ্জের সওয়াল, জেলে ঢোকার পরে মহিলাদের পুরুষ বন্দিদের সেলের সামনে থেকে নিয়ে যাওয়া হয়।
মহিলাদের জন্য আলাদা রাস্তা বা প্রবেশ পথ নেই। এর ফলে অনেক সময় পুরুষ বন্দিরা হায়নার মতো আচরণ করেন। এটা আটকানো দরকার। আর মহিলা কয়েদিদের নিয়মিত গর্ভধারণের পরীক্ষা করানো হোক।
এই মামলায় বিচারপতির বাগচীর পর্যবেক্ষণ, এমন ঘটনায় সমাজে কী প্রভাব পড়ে তা আমরা জানি। এমনিতেই ওই মহিলারা জেলে রয়েছেন সেই অবস্থায় এমন ঘটনা তাঁদের আরও বেশি কলঙ্কিত করে। ওই ঘটনা মেনে নেওয়া যায় না। দায়িত্বশীল পদে থাকা ব্যক্তিদের এটা মাথায় রাখা জরুরি।
মঙ্গলবার আদালত বান্ধব তাপস ভঞ্জের সওয়াল, জেলে ঢোকার পরে মহিলাদের পুরুষ বন্দিদের সেলের সামনে থেকে নিয়ে যাওয়া হয়। মহিলাদের জন্য আলাদা রাস্তা বা প্রবেশ পথ নেই। এর ফলে অনেক সময় পুরুষ বন্দিরা হায়নার মতো আচরণ করেন। এটা আটকানো দরকার। আর মহিলা কয়েদিদের নিয়মিত গর্ভধারণের পরীক্ষা করানো হোক।
গর্ভধারণের পরীক্ষা নিয়ে আদালত নিজে থেকে কোনও নির্দেশ দেবে না বলে আদালত জানায়। বিচারপতি বাগচীর মন্তব্য, এমন নির্দেশ আদালত একেবারেই দেবে না। কোনও মহিলা স্বেচ্ছায় চাইলে বা কোনও নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আদালত নির্দেশ দিতে পারে। কিছু সমস্যা রয়েছে তা থেকে বার হওয়ার চেষ্টা করতে হবে। রাজ্যের সঙ্গে সমস্যাগুলি নিয়ে আলোচনা করুন।
আদালত জানায়, সব পক্ষের সঙ্গে আলোচনায় বসতে হবে। সেখানে বন্দিদের অতিরিক্ত ভিড়, মহিলাদের অবস্থা, জেলে স্বাস্থ্য পরিকাঠামো, অসুস্থদের মুক্তির বিষয়ে সিদ্ধান্ত নিয়ে আলোচনা করবে।