পূর্ব মেদিনীপুর, ৩০ সেপ্টেম্বর : পটাশপুরে চৌধুরী বাড়ির পুজো তিন শতাব্দী প্রাচীন। পরিবারের বংশ রক্ষায় দেবীর স্বপ্নাদেশ পেয়ে এই পুজো শুরু হয় বলে জনশ্রুতি। প্রথা মেনে রথের দিন থেকে প্রতিমার কাঠামো পুজো হয়। একচালা কাঠামো ও নির্দিষ্ট উচ্চতার প্রতিমা তৈরি হয়। এখানে দেবীকে সোনা ও রূপার গয়নায় সজ্জিত করা হয়। পুজোয় অষ্টমীতে সন্ধিপুজোয় আকাশে গুলি ছোড়ার প্রচলন ছিল। সেই রীতি এখন আর নেই।তবে এখনও এখানে হোমের আগুন জ্বালাতে বিশেষ ধরনের চকমকি পাথরের ব্যবহার করা হয়। বিকল্প হিসেবে রোদের সাহায্যে আতস কাঁচ দিয়েও হোমের আগুন জ্বালানো হয়। অষ্টমীতে নাট মন্দিরে তিল ধারানোর জায়গা থাকে না। আশেপাশের ১০ থেকে ১২টি গ্রামের বাসিন্দারা অষ্টম ও নবমীতে অঞ্জলি দিতে আসেন। দশমীতে সূর্য ডোবার আগে কেলেঘাই নদীতে প্রতিমা নিরঞ্জন করা হয়।