জাকার্তা, ৩০ সেপ্টেম্বর : ইন্দোনেশিয়ায় আবাসিক স্কুল ভেঙে ধ্বংসস্তূপে আটকে পড়েছে অন্তত ৬৫ পড়ুয়া। সোমবার বিকেলে ঘটেছে দুর্ঘটনাটি। ইতিমধ্যেই ঘটনায় এক পড়ুয়ার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন সেখানকার প্রশাসনের এক আধিকারিক। পূর্ব জাভার আল খোজিনি ইসলামিক বোর্ডিং স্কুলে সোমবার বিকেলে চলছিল প্রার্থনা। তাতে অংশ নিয়েছিল একশোরও বেশি পড়ুয়া। আচমকাই ভেঙে পড়ে পুরোনো স্কুলবাড়ি। মঙ্গলবার সকালে আট পড়ুয়াকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে। যারা আটকে পড়েছে তারা সপ্তম থেকে একাদশ শ্রেণির ছাত্র। তাদের বয়স ১২ থেকে ১৭ বছর। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা।পূর্ব জাভা পুলিশের মুখপাত্র জুলস আব্রাহাম জানিয়েছেন, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালানো হচ্ছে। ধ্বংসস্তূপের নীচে বেশ কয়েক জন পড়ুয়ার আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। সোমবার বিকেলে আবাসিক স্কুলের চারতলা একটি ভবনে প্রার্থনা চলছিল। সেখানে শতাধিক পড়ুয়া হাজির ছিল। আচমকাই গোটা ভবনটি হুড়মু়ড়িয়ে ভেঙে পড়ে বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী।