kolkata

1 year ago

Mamata Banerjee:'মসলিন তীর্থ' তৈরির দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের

Mamata Banerjee
Mamata Banerjee

 

কলকাতা, ১ ফেব্রুয়ারি : কোন তাঁতশিল্পীরা তাঁর শাড়ি তৈরি করেন, বৃহস্পতিবার কৃষ্ণনগরের সভামঞ্চ থেকে নিজেই সেকথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি করলেন ‘মসলিন তীর্থ’ তৈরির।

সভামঞ্চ থেকে মমতা বলেন, “আমি গর্বিত নদিয়ার তাঁতশিল্পীদের জন্য। আমার সব শাড়ি নদিয়ার। ডিজাইন আমি হাতে এঁকে দিই। তাঁতশিল্পীরা তৈরি করেন। কখনও ধনেখালি, কখনও নদিয়ার শাড়ি পরি। এর কোনও তুলনা আছে?”

রাজ্যে ক্ষমতায় আসার পর নদিয়ায় মসলিন তীর্থ, তাঁত তীর্থও গড়ে তোলেন মমতা। মসলিন তীর্থ তৈরির ইতিহাস এ দিন বক্তৃতায় তুলে ধরেন মুখ্যমন্ত্রী। বলেন, “আমি যখন ক্ষমতায় আসি তখন ৬ জন মসলিন তাঁতি বেঁচে আছেন। তাঁদের দিয়ে ৬০ জনকে প্রশিক্ষণ দিলাম। তৈরি করলাম মসলিন তীর্থ।”

নদিয়ার মসলিন, সিল্ক, তাঁত অত্যন্ত বিখ্যাত। এই শাড়িগুলি বিশ্ববাংলা, বাংলার শাড়ি, তন্তুজ ও মঞ্জুষার স্টোরগুলিতে বিক্রির ব্যবস্থা করার সুযোগ করে দেওয়ার কথা বলেন মমতা। এছাড়া জেলাশাসককে তিনি কৃষ্ণনগর ও রানাঘাটে বিগ বাজার তৈরির ব্যবস্থা করার নির্দেশ দেন। যাতে পর্যটকরা জেলার হস্তশিল্পী, তাঁতিদের নিজে হাতে তৈরি জিনিসপত্র কিনতে পারেন, তার ব্যবস্থা করতে বলেন মুখ্যমন্ত্রী।


You might also like!