kolkata

1 year ago

Bonny Sengupta:প্রেমিকা কৌশানি তো ছিলেনই ,তৃণমূলের হয়ে ভোটপ্রচার করতেই ট্রোলের মুখে বনি

Bonny Sengupta
Bonny Sengupta

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রাজনীতির ময়দানে দল বদলানো নতুন কিছু নয়। আগেও হয়েছে, আগামীতেও হবে। আবার একই সঙ্গে তাতে অভিনেতাদের যোগদানও নতুন কিছু নয়। অতি চেনা বিষয়। এবার সেই একই জিনিস করলেন অভিনেতা বনি সেনগুপ্ত। এই নির্বাচনী আবহে বনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। একুশের বিধানসভা ভোটে তো অভিনেত্রী তৃণমূলের টিকিটে কৃষ্ণনগর কেন্দ্র থেকে লড়েও ছিলেন মুকুল রায়ের বিরুদ্ধে। তবে ভোটবাক্সে পরাস্ত হলেও কৌশানী কিন্তু নেত্রীর লড়াই জারি রেখেছেন ময়দানে। ভোটের আবহে প্রচারেও বেরচ্ছেন দলের হয়ে। তবে এবার নির্বাচনী আসরে দেখা গেল বনি সেনগুপ্তকে (Bonny Sengupta)।

একুশের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সকলকে চমকে দিয়ে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছিলেন বনি। যদিও সেইসময়ে যোগদান করা বাকি তারকারা যশ, শ্রাবন্তী, তনুশ্রীরা টিকিট পেলেও বনি সেনগুপ্তর কপালে তখন টিকিট জোটেনি! বিজেপির সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল তখন থেকেই। তারপর বিধানসভা ভোটে গেরুয়া শিবির বাংলায় হারলে, দল ছাড়েন অভিনেতা। বছর তিনেক বাদে আবারও রাজনীতির মাঠে দেখা গেল ‘টলিউডের হিরো নম্বর ওয়ান’কে। তবে এবার তৃণমূলের হয়ে ভোটপ্রচারে নেমেছেন তিনি।

বৃহস্পতিবার নৈহাটিতে প্রচারে গিয়েছিলেন বনি সেনগুপ্ত। বারাকপুরে তৃণমূলের প্রার্থী এবার পার্থ ভৌমিক। বিজেপির অর্জুন সিংয়ের বিরুদ্ধে তাঁর লড়াই। সেখানেই এবার তৃণমূলের হয়ে ভোটপ্রচার করলেন বনি সেনগুপ্ত। অভিনেতার অনুরাগীরা সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করে নেটপাড়ায় ছড়িয়ে দেওয়ার পাশাপাশি বনি নিজেও তাঁর ইনস্টা স্টোরিতে শেয়ার করেছেন সেসব পোস্ট। আর সেসব ছবি ভাইরাল হতেই ফের একবার ট্রোলের মুখে বনি সেনগুপ্ত। নেটপাড়ার রসিকতা, “দাদা বিজেপি রাগ করবে।” যদি নিন্দা-সমালোচনা নিয়ে অভিনেতা বরাবরই নিশ্চুপ!


You might also like!