kolkata

1 year ago

Kalyan Banerjee:পার্টি ওয়ার্কার্স মিটিংয়ে অভিজিতকে নরখাদক বললেন কল্যাণ

Kalyan Banerjee
Kalyan Banerjee

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রাক্তন বিচারপতি তথা তমলুক আসন থেকে বিজেপির লোকসভা প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ফের চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন বর্ষীয়াণ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিন শ্রীরামপুর বিধানসভায় প্রথম পার্টি ওয়ার্কার্স মিটিং করেন কল্যাণবাবু। সেখানেই প্রাক্তন বিচারপতিকে ‘নরখাদক’ বলে মন্তব্য করেন তিনি।

তৃণমূল কংগ্রেস প্রার্থী ঘোষণা করার ২৪ ঘণ্টার মধ্যেই নিজের লোকসভা কেন্দ্রের ভোটের কাজ শুরু করে দিয়েছেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শ্রীরামপুর কেন্দ্রের লোকসভা প্রার্থী তিনি। এই নিয়ে চারবার ওই কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন কল্যাণবাবু। আজ শ্রীরামপুর বিধানসভায় প্রথম পার্টি ওয়ার্কার্স মিটিং করেন তিনি। সেই মিটিংয়ে নানা বিষয় নিয়ে আলোচনা হয়। কীভাবে প্রচার চলবে, কীভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছনো যাবে সেসব নিয়ে সুর্নিদিষ্ট গাইডলাইন ঠিক করে দেন তিনি।

এই মিটিং থেকেই ফের প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে মুখ খোলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেখানেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নরখাদক বলেন তিনি। কেন এই মন্তব্য করলেন তার সুর্নিদিষ্ট ব্যাখ্যাও দিয়েছেন কল্যাণবাবু। তিনি বলেন, “অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৫০ হাজার লোকের চাকরি খেয়েছেন। বিজেপিকে খুশি করতে চেয়ারে বসে এইসব করে গেছেন তিনি। বিজেপিকে খুশি করলে টিকিট পাবেন, সেসব ভেবেই চেয়ারে বসে আইনের বাইরে কাজ করে গেছেন।” বর্ষীয়াণ আইনজীবীর প্রশ্ন, “৫০ হাজার মানুষের চাকরি খেয়ে তিনি কি এক হাজার জনকেও চাকরি দিতে পেরেছেন? পারেননি, কারণ সাধারণ চাকরি প্রার্থীদের চাকরি দেওয়ার কোনও উদ্দেশ্য তাঁর ছিল না। শুধু নিজের স্বার্থ বুঝে নিতে চেয়েছিলেন। তাই নরখাদক ছাড়া আর কিছুই বলতে পারছি না তাঁকে।”


You might also like!