দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দীর্ঘ প্রতীক্ষার অবসান। আগামী বুধবার ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটের উদ্বোধন। ওই দিন সকাল সাড়ে ১০টা নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসপ্ল্যানেড স্টেশন থেকে এই প্রকল্পের উদ্বোধন করবেন।
শুধু উদ্বোধন নয়, গঙ্গার ২৮ মিটার নীচ দিয়ে ঐতিহাসিক মেট্রো সফরেরও সাক্ষী থাকতে চান প্রধানমন্ত্রী। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে শুধু পতাকা নেড়েই তাঁকে ফিরে যেতে হবে। রবিবার প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) কর্তারা এসপ্ল্যানেড স্টেশন পরিদর্শনে যান। তাঁদের সঙ্গে ছিলেন লালবাজার, পূর্ত, কলকাতা পুরসভা, দমকল সহ একাধিক রাজ্য সরকারি দফতরের আধিকারিকেরা।
নিরাপত্তার কথা মাথায় রেখেই বুধবার প্রধানমন্ত্রীকে মেট্রো সফর না করার পরামর্শ দেওয়া হয়েছে। আর তা মেনেই এসপ্ল্যানেড স্টেশনে নেমে মেট্রো উদ্বোধন সারবেন মোদী। সেখান থেকেই কবি সুভাষ-হেমন্ত মুখোপাধ্যায় (রুবির মোড়) এবং তারাতলা-মাঝেরহাট মেট্রোর উদ্বোধন করার কথা রয়েছে মোদীর।
এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত ৪.৮ কিলোমিটার এই রুট নিয়ে উৎসাহের শেষ নেই। গ্রিন লাইনের এই মেট্রো রুটে জলের ২৬ মিটার নীচ দিয়ে গন্তব্যে পৌঁছোবেন যাত্রীরা। এসপ্ল্যানেড মেট্রো স্টেশন ভূপৃষ্ঠ থেকে ২৮.৭৯ মিটার নীচে অবস্থিত। এই স্টেশনের আয়তন প্রায় ৩৬ হাজার ১৫৪ বর্গমিটার। রাস্তা থেকে লিফ্ট কিংবা এসক্যালেটর চড়ে চারটি প্ল্যাটফর্ম বিশিষ্ট এসপ্ল্যানেড স্টেশনে মেট্রোয় ওঠার জায়গায় পৌঁছতেই প্রধানমন্ত্রীকে প্রায় ২০০ মিটার হাঁটতে হবে। আর মেট্রোর উদ্বোধনের পরই মোদী রেসকোর্স থেকে বায়ুসেনার হেলিকপ্টারে বারাসাতে আরও একটি কর্মসূচিতে অংশ নিতে যাবেন। সেক্ষেত্রে মেট্রো চড়ে হাওড়া ময়দানে পৌঁছে তাঁকে সময়ে ফিরিয়ে আনা যথেষ্ট কঠিন। তাই শুধুমাত্র উদ্বোধনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মেট্রো সূত্রের খবর, গত সপ্তাহেই হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা চালুর জন্য কমিশনার অব রেলওয়ে সেফটি’র (সিআরএস) চূড়ান্ত ছাড়পত্র চলে এসেছে। অন্যদিকে, কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় (রুবি) মেট্রো রুটও এক বছর ধরে যাত্রী পরিষেবার জন্য প্রস্তুত হয়ে পড়ে আছে। গত বছর ফেব্রুয়ারি মাসেই এই রুট চালুর জন্য সিআরএসের প্রয়োজনীয় অনুমতি মিলেছিল। একইভাবে তারাতলা থেকে মাঝেরহাট পর্যন্ত মাত্র একটি স্টেশনের সম্প্রসারিত অংশে মেট্রো চালানোর সবুজ সঙ্কেতও মিলেছিল আগেই। তবে শুধুমাত্র লোকসভা নির্বাচনের কারণেই তিনটি নতুন রুট চালু পিছিয়ে দেওয়া হয়েছিল বলে ওয়াকিবহাল মহলের ধারণা। আগামী ৬ মার্চ প্রধানমন্ত্রীর হাত ধরে তিনটি মেট্রো প্রকল্পে যাত্রী পরিষেবা শুরু হতে চলেছে।